7th Pay Commission: অক্ষয় তৃতীয়ার আগে বাড়তে পারে আরও ২% DA | May Government Of Bihar Hike 2% Dearness Allowance
সহেলি মিত্র, কলকাতা: মে মাস আসতে আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। কিন্তু তার আগেই এবার লটারি লাগতে পারে রাজ্য সরকারি কর্মীদের বলে মনে হচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ২% বৃদ্ধি করেছে। অন্যান্য বারের তুলনায় এবারে অনেকটাই ডিএ কম বৃদ্ধি করা হয়েছে বলে খবর। বর্তমানে সকলের ডিএ ৫৫%-এ এসে ঠেকেছে। ১ জানুয়ারি, ২০২৫ থেকে লাগু হবে এটি। এদিকে কেন্দ্রের দেখাদেখি আরও বেশ কিছু রাজ্য সরকার ডিএ বাড়িয়েছে বা বাড়ানোর প্ল্যান করছে। তেমনই একটি রাজ্য হল বিহার। এখন বিহারের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা এখনও অপেক্ষা করছেন ডিএ, ডিআর বৃদ্ধির আশায়।
আগে জানা গিয়েছিল যে ২৫ এপ্রিল শুক্রবারে অনুষ্ঠিত হতে যাওয়া মন্ত্রিসভার বৈঠকে ডিএ বৃদ্ধির প্রস্তাব আসতে পারে, কিন্তু তা হয়নি। এখন মনে করা হচ্ছে যে অক্ষয় তৃতীয়ার আগে নীতীশ কুমার সরকার সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ ২ বৃদ্ধি করতে পারে। আর এটি যদি করা হয় তাহলে সরকারি কর্মীদের ডিএ বেড়ে দাঁড়াবে ৫৫%-এ। নতুন রেটগুলি জানুয়ারি ২০২৫ থেকে কার্যকর হবে।
সেইসঙ্গে মিলবে ৩ মাসের বকেয়া টাকাও। তবে এখনও সরকারের তরফে কিছু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে সরকার যদি ডিএ বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করে তাহলে ১০ লক্ষ কর্মী উপকৃত হবেন।
এখানে জানিয়ে রাখি, গত বছর অর্থাৎ ২০২৪ সালের নভেম্বর মাসে নীতিশ কুমার সরকার রাজ্যের ১০ লাখ কর্মচারী এবং পেনশনভোগীদের জুলাই ২০২৪ থেকে ৩% ডিএ বৃদ্ধি করেছিল, যার পর ডিএ ৫০% থেকে বেড়ে ৫৩% পৌঁছেছিল। এরপর ডিসেম্বর ২০২৪ এ ৫ম বেতন কমিশনের কর্মচারীদের পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের ডিএ ১২% বৃদ্ধি করা হয়েছিল, যার ফলে ডিএ ২৪৩% থেকে বেড়ে ২৫৫% হয়েছিল।
সপ্না চৌধুরী, হরিয়ানভি সংগীত ও নৃত্যের জগতের এক উজ্জ্বল নক্ষত্র, সম্প্রতি তার নতুন গানে “মাচি…
ডলি শর্মা, হরিয়ানভি নৃত্যশিল্পী, সম্প্রতি তার নতুন নাচের ভিডিও দিয়ে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন। তার…
সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ক্যারিয়ার গড়তে চান? তাহলে আপনার জন্য রয়েছে…
কখনো কি ভেবে দেখেছেন, ব্যাঙ্কে মালিকানা ছাড়াই পড়ে রয়েছে হাজার হাজার কোটি টাকা (Unclaimed Money)?…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিনের শক্তিকে পুঁজি করে ভারতের বিরুদ্ধে বড় বড় বাতেলা! চিনা অস্ত্র ব্যবহার…
ভারতীয় OnePlus 12 ব্যবহারকারীদের জন্য সুখবর! ওয়ানপ্লাস ভারতে তাদের জনপ্রিয় এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য নতুন…
This website uses cookies.