7th Pay Commission: অপেক্ষার আর ৩ দিন! মার্চেই বড় ঘোষণা করতে পারে কেন্দ্র, DA নিয়ে নয়া আপডেট | Central Government Dearness Allowance Update
শ্বেতা মিত্র, কলকাতা: মার্চ মাস পড়ে গিয়েছে। আর মার্চ মাস মানেই হল দোল নিয়ে মাতামাতি করার একটা সময়। কিন্তু এরই মাঝে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য রইল বড় আপডেট যা সকলের শোনা দরকার। আর এই আপডেট হল DA বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) সংক্রান্ত। সরকার কবে মহার্ঘ ভাতা নিয়ে ঘোষণা করতে পারে সেটা নিয়ে জানা গেল। কেন্দ্রীয় সরকার ৫ মার্চ মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে।
আগামী বুধবার মন্ত্রিসভার একটি বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা যদি বিগত বছরের রেকর্ডের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে সরকার হোলির আগেই মহার্ঘ্য ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে, সরকার ৫ মার্চ মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ানোর সম্ভাবনা রয়েছে। হোলির আগে কর্মচারী এবং পেনশনভোগীরা সুখবর পাবেন।
উল্লেখ্য, সপ্তম বেতন কমিশনের অধীনে, বছরে দুবার DA বৃদ্ধি করা হয়। প্রথম বৃদ্ধি ১ জানুয়ারি এবং দ্বিতীয়টি ১ জুলাই থেকে কার্যকর হবে। ২০২৫ সালের প্রথম বৃদ্ধি ১ জানুয়ারী, ২০২৫ থেকে কার্যকর হবে। সরকার যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করতে পারে, তবে এটি ১ জানুয়ারী, ২০২৫ থেকে কার্যকর বলে বিবেচিত হবে।
হোলির আগে কর্মীদের জন্য সুখবর দিতে পারে কেন্দ্রীয় সরকার। আশা করা হচ্ছে যে সরকার ডিএ ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধির ঘোষণা করতে পারে। যদি এটি ঘটে, তাহলে প্রাথমিক স্তরের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে। যেসব কর্মচারীর মূল বেতন প্রতি মাসে ১৮,০০০ টাকা, তাদের জন্য এটি প্রতি মাসে ৫৪০ টাকা থেকে ৭২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে।
যদি কোনও কর্মচারীর বেতন ৩০,০০০ টাকা হয় এবং তাদের মূল বেতন ১৮,০০০ টাকা হয়, তাহলে তারা বর্তমানে ৫০% অর্থাৎ ৯,০০০ টাকা ডিএ পাচ্ছেন। ৩% বৃদ্ধি পেলে, ডিএ বেড়ে ৯৫৪০ টাকা হবে, যার ফলে বেতন ৫৪০ টাকা বৃদ্ধি পাবে। যদি ৪ শতাংশ বৃদ্ধি হয়, তাহলে ডিএ ৯৭২০ টাকা হবে এবং বেতন ৭২০ টাকা বৃদ্ধি পাবে।
২০২৪ সালের মার্চ মাসে, সরকার ডিএ ৪% বাড়িয়ে ৫০% করে। এর পরে ২০২৪ সালের অক্টোবরে ৩% বৃদ্ধি পায়, যার ফলে ডিএ ৫৩% এ পৌঁছে যায়। এখন, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিএতে আরও ৩-৪% বৃদ্ধি আশা করা হচ্ছে।
এই সিদ্ধান্তের ফলে প্রায় এক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন। সরকারি নিয়ম অনুসারে, ডিএ এবং পেনশনভোগীদের দেওয়া মহার্ঘ্য ত্রাণ (DR) বছরে দুবার সংশোধন করা হয় – জানুয়ারি এবং জুলাই মাসে।
ভারতের গ্রামীণ ব্যাংকগুলি এবার নতুন রূপ পেতে চলেছে। হ্যাঁ, সরকারের ‘ওয়ান স্টেট ওয়ান আরআরবি’ (One…
ভারতীয় রেলওয়ে তৎকাল টিকিট বুকিংয়ের সময়সূচিতে পরিবর্তন আনতে চলেছে, যা ৩০ মে ২০২৫ থেকে কার্যকর…
প্রীতি পোদ্দার, কলকাতা: বহু তর্ক বিতর্কের আবহের মাঝেই অবশেষে লোকসভা এবং রাজ্য সভায় ওয়াকফ আইন…
ফোল্ডেবল স্মার্টফোনের বাজার ধীরে ধীরে বড় হচ্ছে। Samsung, Huawei, Motorola, Vivo এবং Oppo-এর মতো জনপ্রিয়…
আজ, ৩০ এপ্রিল ২০২৫, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে কলকাতার আকাশ কালো মেঘে ঢেকে যায়…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অধিনায়ক সুনীল নারিনের নেতৃত্বে জয়ে ফিরেছে কলকাতা…
This website uses cookies.