7th Pay Commission: আগামী সপ্তাহেই DA বৃদ্ধির ঘোষণা করতে পারে সরকার, মার্চে এতটা বাড়বে বেতন | Dearness Allowance Hike

শ্বেতা মিত্র, কলকাতা: আগামী সপ্তাহেই DA বৃদ্ধি করার ব্যাপারে বড় কোনো ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। এই ঘোষণা করা হতে পারে সপ্তম বেতন কমিশনের আওতায়। যদিও এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

আগামী সপ্তাহেই DA নিয়ে ঘোষণা!

মনে করা হচ্ছে হোলির আগে উপহার দিতে পারে কেন্দ্রীয় সরকার। উপহার মানে ডিএ এবং ডিআর বৃদ্ধি। গত বছর হোলির আগে এ ব্যাপারে ঘোষণা করা হয়েছিল। তাই এবারেও এই সময়কালে ঘোষণা করা হলেও হতে পারে বলে আশা করা হচ্ছে।

READ MORE:  এই সমস্ত গাড়িতে ৩১শে মার্চ থেকে মিলবে না পেট্রোল-ডিজেল, তালিকায় আপনি নেই তো?

সপ্তম বেতন কমিশনের আওতায় ডিএ কত শতাংশ বাড়তে পারে? এখনই নিশ্চিতভাবে কিছু বলা হলেও, ৩% বাড়ানো হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ডিএ বৃদ্ধির হার যদি ৩% বাড়ে, তাহলে মোট ডিএ হবে ৫৬%। বর্তমানে ডিএ ৫৩ শতাংশে রয়েছে। সরকারের ডিএ, ডিআর বৃদ্ধির ঘোষণার ফলে ১ কোটিরও বেশি কর্মী ও পেনশনভোগী উপকৃত হবেন। ডিএ কতো শতাংশ বাড়বে, সেটা নির্ভর করছে AICPI-IW সূচকের ওপর।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ফের লটারি লাগবে সরকারি কর্মীদের

এদিকে অষ্টম বেতন কমিশন গঠন করার ব্যাপারেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সামনের বছরের শুরুর দিকেই হয়তো কেন্দ্র সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে। তারপর অষ্টম বেতন কমিশনের আওতায় সিদ্ধান্ত গ্রহণ। তার আগে সপ্তম পে কমিশন, আগামী সপ্তাহে রয়েছে বড় ঘোষণা হওয়ার সম্ভাবনা।

READ MORE:  ন্যানো টেক্সচার প্রযুক্তির ট্যাবলেট নিয়ে এল Xiaomi, দীর্ঘক্ষণ ব্যবহারেও চোখ ধাকবে সুস্থ

কর্মচারী সংগঠনগুলির মতে, এবার মহার্ঘ্য ভাতা ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধি পেতে পারে। এর ফলে কর্মীদের বেতন প্রতি মাসে ৫৪০ টাকা থেকে ৭২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। যদি একজন সরকারি কর্মচারীর মূল বেতন ১৮,০০০ টাকা হয়, তাহলে বর্তমানে তিনি ৫০ শতাংশ ডিএ-র অধীনে ৯,০০০ টাকা পাচ্ছেন। যদি ডিএ ৩ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে নতুন মহার্ঘ্য ভাতা হবে ৯,৫৪০ টাকা, অর্থাৎ তিনি ৫৪০ টাকা বেশি পাবেন। একই সময়ে, ৪% ডিএ বৃদ্ধির পর, নতুন মহার্ঘ্য ভাতা হবে ৯,৭২০ টাকা, যা ৭২০ টাকা বেশি দেবে।

READ MORE:  6th Pay Commission: দোলের আনন্দ দ্বিগুণ, ৩ বা ৪ নয়! একেবারে ৭% DA বৃদ্ধির ঘোষণা সরকারের, সঙ্গে মিলবে বকেয়াও | J&K Government Hikes 7% Dearness Allowance
Scroll to Top