সহেলি মিত্র, কলকাতা: নববর্ষ আসতে হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। কিন্তু তার আগেই কপাল খুলল কয়েক লক্ষ রাজ্য সরকারি কর্মীর। অবশেষে আরও ২% মহার্ঘ্য ভাতা বা DA বৃদ্ধির ঘোষণা করল সরকার। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। ইতিমধ্যে সরকারের ঘর থেকে এই ডিএ বৃদ্ধির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নববর্ষের আবহে সরকারের এহেন উদ্যোগ স্বাভাবিকভাবেই সকলকে অবাক করেছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
নববর্ষের আগে ২% DA বৃদ্ধি করল সরকার
কয়েকদিন আগেই ২% ডিএ বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এরপর কেন্দ্রের পথে হেঁটে আরও বেশ কিছু রাজ্য সরকার মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করে সরকারি কর্মীদের মুখে হাসি ফোটায়। এবার আরও এক রাজ্যের পালা। আসলে ওড়িশার লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সুবিধার্থে রাজ্য সরকার ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি শুক্রবার সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা ২ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছেন। এই বৃদ্ধির ফলে, ডিএ বর্তমান ৫৩ শতাংশ থেকে বেড়ে ৫৫ শতাংশ হবে।
কবে থেকে লাগু হবে নয়া DA?
নিশ্চয়ই ভাবছেন যে কবে থেকে এই সংশোধিত ভাড়া কার্যকর হবে? এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয় এক সরকারি বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যে সংশোধিত ডিএ ১ জানুয়ারি, ২০২৫ থেকে পূর্ববর্তী সময়ে প্রযোজ্য হবে এবং কর্মচারীরা এপ্রিল মাসের বেতনের সাথে বর্ধিত পরিমাণ পাবেন। অর্থাৎ অ্যাকাউন্টে ঢুকবে আরও বাড়তি টাকা।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
পেনশনভোগীরাও পাবেন অতিরিক্ত টাকা
ওড়িশা সরকারি পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ত্রাণ সাধারণত টিআই বা ‘অস্থায়ী বৃদ্ধি’ নামে পরিচিত, ২ শতাংশ বৃদ্ধির ঘোষণাও করা হয়েছে। এই পদক্ষেপের ফলে ওড়িশার সক্রিয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগী সহ প্রায় ৮.৫ লক্ষ কর্মী উপকৃত হবেন। যে হাড়রেমুদ্রাস্ফীতি বাড়ছে, সেখানে সরকারের এহেন ডিএ বৃদ্ধির সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন সকলে।