7th Pay Commission: কেন্দ্রের দেখাদেখি রাজ্যও বাড়াল ২% DA, নববর্ষের আগে বিরাট ঘোষণা সরকারের | Government Of Odisha Hikes 2% DA
সহেলি মিত্র, কলকাতা: নববর্ষ আসতে হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। কিন্তু তার আগেই কপাল খুলল কয়েক লক্ষ রাজ্য সরকারি কর্মীর। অবশেষে আরও ২% মহার্ঘ্য ভাতা বা DA বৃদ্ধির ঘোষণা করল সরকার। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। ইতিমধ্যে সরকারের ঘর থেকে এই ডিএ বৃদ্ধির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নববর্ষের আবহে সরকারের এহেন উদ্যোগ স্বাভাবিকভাবেই সকলকে অবাক করেছে।
কয়েকদিন আগেই ২% ডিএ বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এরপর কেন্দ্রের পথে হেঁটে আরও বেশ কিছু রাজ্য সরকার মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করে সরকারি কর্মীদের মুখে হাসি ফোটায়। এবার আরও এক রাজ্যের পালা। আসলে ওড়িশার লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সুবিধার্থে রাজ্য সরকার ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি শুক্রবার সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা ২ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছেন। এই বৃদ্ধির ফলে, ডিএ বর্তমান ৫৩ শতাংশ থেকে বেড়ে ৫৫ শতাংশ হবে।
নিশ্চয়ই ভাবছেন যে কবে থেকে এই সংশোধিত ভাড়া কার্যকর হবে? এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয় এক সরকারি বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যে সংশোধিত ডিএ ১ জানুয়ারি, ২০২৫ থেকে পূর্ববর্তী সময়ে প্রযোজ্য হবে এবং কর্মচারীরা এপ্রিল মাসের বেতনের সাথে বর্ধিত পরিমাণ পাবেন। অর্থাৎ অ্যাকাউন্টে ঢুকবে আরও বাড়তি টাকা।
ওড়িশা সরকারি পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ত্রাণ সাধারণত টিআই বা ‘অস্থায়ী বৃদ্ধি’ নামে পরিচিত, ২ শতাংশ বৃদ্ধির ঘোষণাও করা হয়েছে। এই পদক্ষেপের ফলে ওড়িশার সক্রিয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগী সহ প্রায় ৮.৫ লক্ষ কর্মী উপকৃত হবেন। যে হাড়রেমুদ্রাস্ফীতি বাড়ছে, সেখানে সরকারের এহেন ডিএ বৃদ্ধির সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন সকলে।
সৌভিক মুখার্জী, কলকাতা: মহাকাশ অভিযানে এবার নতুন ইতিহাস লিখতে চলেছে ভারতের মহাকাশচারী। হ্যাঁ, ভারতীয় বংশদ্ভূত…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে ভারত শুধুমাত্র জনসংখ্যার দিক থেকে নয়, বরং অর্থনীতির (Indian…
সৌভিক মুখার্জী, কলকাতা: এই চাঁদিফাটা গরমে যদি আপনি এসি বা ফ্রিজ কেনার পরিকল্পনা করেন, তাহলে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ডিজিটাল লেনদেনকে আরও নয়া উচ্চতায় নিয়ে যেতে বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটলো কেন্দ্র।…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধু ভারতকে সবচেয়ে দ্রুতগতির ট্রেন উপহার দিতে চলেছে জাপান। এখনও পর্যন্ত যা…
PhonePe UPI Circle: ডিজিটাল পেমেন্টের জগতে এবার নতুন যুগ শুরু করতে চলেছে জনপ্রিয় অ্যাপ PhonePe।…
This website uses cookies.