শ্বেতা মিত্র, কলকাতাঃ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর অপেক্ষা করছে। যারা মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে অবশেষে তাঁদের সকলের ইচ্ছেপূরণ হতে চলেছে বলে খবর। এমনিতে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ্য ভাতা এবং পেনশনভোগীদের মহার্ঘ্য ত্রাণ ২% বৃদ্ধি করেছে, যার পরে ২০২৫ সালের জানুয়ারী থেকে মহার্ঘ্য ভাতা ৫৩% থেকে বেড়ে ৫৫% হয়েছে। কেন্দ্র কর্তৃক মহার্ঘ্য ভাতা বৃদ্ধির পর, এখন রাজ্য সরকারগুলি মহার্ঘ্য ভাতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। পিছিয়ে নেই এই রাজ্যও।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
মহার্ঘ্য ভাতা বাড়বে অবশেষে?
১ এপ্রিল, রাজস্থান সরকার ১২.৫০ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএও বাড়িয়েছে। আশা করা হচ্ছে যে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার শীঘ্রই তার কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ্য ভাতাও বাড়াতে পারে। এর ফলে ১২ লক্ষ কর্মচারী এবং ১৬ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। প্রশ্ন উঠছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে কি আবার মহার্ঘ ভাতা বাড়বে? যদি মিডিয়া রিপোর্ট বিশ্বাস করা হয়, এপ্রিল মাসে, যোগী আদিত্যনাথ সরকার ২% মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে। আর এই নতুন হার ১ জানুয়ারি, ২০২৫ থেকে প্রযোজ্য হবে।
মিলবে বকেয়াও?
এর পাশাপাশি ৩ মাসের বকেয়াও পাওয়া যাবে বলে খবর। নতুন হারের পর, রাজ্য কর্মচারীদের ডিএ কেন্দ্রের মতো ৫৫% হয়ে যাবে। বর্তমানে, রাজ্য কর্মচারীরা ৫৩% ডিএ সুবিধা পাচ্ছেন। ২ লক্ষেরও বেশি কর্মচারীর বার্ষিক বেতন বৃদ্ধির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। জুলাই মাসে ইনক্রিমেন্ট না পাওয়া প্রায় ২৫% রাজ্য কর্মচারীকে জানুয়ারিতে অতিরিক্ত ৩% ইনক্রিমেন্ট দেওয়া হবে, এইভাবে তাদের বেতন প্রায় ৬% বৃদ্ধি পাবে। বাকি সকল কর্মচারী ৩% বেতন বৃদ্ধির সুবিধা পাবেন। তবে, আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত করা হয়নি।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
এভাবে মহার্ঘ্য ভাতা গণনা করা হয়
শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (CPI-IW) এর ১২ মাসের গড়ের শতাংশ বৃদ্ধির উপর ভিত্তি করে DA এবং DR বৃদ্ধি গণনা করা হয়। সরকার সাধারণত প্রতি বছর ১ জানুয়ারী এবং ১ জুলাই এই ভাতাগুলি সংশোধন করে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ গণনা করা হয় এইভাবে- ডিএ% = [(গত ১২ মাসের AICPI (ভিত্তি বছর ২০০১ = ১০০) এর গড় – ১১৫.৭৬)/১১৫.৭৬] x ১০০ সরকারি কর্মচারীদের জন্য ডিএ এইভাবে গণনা করা হয়- ডিএ% = [(গত ৩ মাসের AICPI (ভিত্তি বছর ২০০১ = ১০০) এর গড় – ১২৬.৩৩)/১২৬.৩৩] x ১০০।