7th Pay Commission: রামনবমীর আগেই আরও এক দফায় DA, পেনশন বৃদ্ধি করবে সরকার? বড় আপডেট | May State Government Hike Dearness Allowance And Pension In April
শ্বেতা মিত্র, কলকাতাঃ লক্ষ লক্ষ সরকারি কর্মীর জন্য সুখবর। আরও এক দফায় মহার্ঘ ভাতা বা ডিএ (DA) বৃদ্ধি পেতে চলেছে। কেন্দ্রীয় সরকার সম্প্রতি ২ শতাংশ মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করেছে। এর ফলে ১ কোটিরও বেশি সরকারি কর্মী থেকে শুরু করে পেনশন প্রাপকরা উপকৃত হবেন। ১ জানুয়ারি, ২০২৫ থেকে কার্যকর হবে এই ডিএ। যাইহোক, কেন্দ্রের পর এখন রাজ্য সরকারও তার কর্মচারীদের জন্য স্বস্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ডিএ বৃদ্ধির এই প্রচেষ্টা কর্মচারী এবং পেনশনভোগীদের মুদ্রাস্ফীতির প্রভাব থেকে কিছুটা হলেও রক্ষা করার জন্য।
আসলে এক দারুণ সুখবর অপেক্ষা করছে রাজস্থানের সরকারি কর্মীদের। গত এক বছরে ডিএ বৃদ্ধির হার ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে, যার কারণে কর্মীরা অসন্তোষ প্রকাশ করছেন। তবে এবার জানা যাচ্ছে, রাজস্থান সরকার শীঘ্রই ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে, যার ফলে রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী উপকৃত হবেন। সম্ভবত রাম নবমীর আগেই এই সিদ্ধান্ত নেওয়া হবে।
কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ভাতা (ডিএ) ২ শতাংশ বৃদ্ধি করার ঘোষণা করেছে। এর ফলে, কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ্য ভাতা এখন ৫৩ শতাংশ থেকে বেড়ে ৫৫ শতাংশ হয়েছে। এখানে, এখন রাজস্থান সরকারও তার রাজ্য কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে। এবার কেন্দ্রীয় সরকার দুই শতাংশ ডিএ ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে রাজস্থানেও দুই শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাজস্থানে, কেন্দ্রীয় কর্মচারীদের সমান ডিএ দেওয়া হয়। এমন পরিস্থিতিতে, রাজস্থানেও ডিএ দুই শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি।
যদি রাজস্থানেও ডিএ দুই শতাংশ বৃদ্ধি করা হয়, তাহলে এখানকার রাজ্য কর্মচারীদের ডিএও ৫৫ শতাংশে বেড়ে যাবে। বর্তমানে রাজস্থানে রাজ্য কর্মচারীদের ৫৩ শতাংশ ডিএ দেওয়া হয়। রাজস্থানের বিগত বছরগুলির ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে, কেন্দ্রীয় সরকারের পরেই রাজ্য সরকার ডিএ ঘোষণা করে আসছে। এবারও কেন্দ্রীয় সরকার ২৮শে মার্চ ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে, আশা করা হচ্ছে যে রাজ্য সরকারও রাম নবমীর আগে ডিএ ঘোষণা করবে। যাতে রাজ্য কর্মচারীদের ডিএ উপহার দেওয়া যায়।
ভারতীয় রেলওয়ে যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন প্রকল্প পরিচালনা করে। তবে অনেক মানুষ এসব সুবিধার বিষয়ে…
শ্বেতা মিত্র, কলকাতাঃ বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়নের নামে এখনও নির্বিচারে গাছ কাটা হচ্ছে। ধ্বংস করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Bharti Airtel এবার তাদের গ্রাহকদের জন্য সেরা…
সৌভিক মুখার্জী, কলকাতা: বৈশ্বিক বাণিজ্যের মোড় ঘুরিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন, ভারত সহ…
গত বছর এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Case) মামলায়…
শ্বেতা মিত্র, কলকাতাঃ স্কুল পড়ুয়াদের জন্য বড় খবর। বৃহস্পতিবার ঘোষণা হয়ে গেল কবে থেকে বাংলায়…
This website uses cookies.