7th Pay Commission: DA বৃদ্ধির ঘোষণায় কেন এত দেরি করছে কেন্দ্র? সামনে এল আসল কারণ | Why Is The Central Delaying The Announcement Of DA Hike?
শ্বেতা মিত্র, কলকাতা: ডিএ (DA) নিয়ে অপেক্ষা যেন শেষই হতে চাইছে না কেন্দ্রীয় সরকারি কর্মীদের। কবে সরকার ডিএ/ডিআর বৃদ্ধি করবে সেদিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন সকলে। এহেন পরিস্থিতিতে সকলের মধ্যে একটা প্রশ্ন বারবার উঁকি দিচ্ছে, আর সেটা হল, ডিএ দিতে বা ঘোষণা করতে এত দেরি কেন হচ্ছে? জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ্য ভাতা এবং মহার্ঘ্য ত্রাণ বৃদ্ধির সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত প্রায় এক সপ্তাহ পিছিয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি যে হোলির আগে ১ কোটিরও বেশি সরকারি কর্মচারী ডিএ বৃদ্ধির সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। এক রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে যে সরকার যেকোনো সময় এই সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। তথ্য অনুযায়ী, সরকারি পদ্ধতি এবং আর্থিক অনুমোদনের কারণে এই সিদ্ধান্ত বিলম্বিত হয়েছে
সরকারি কর্মচারীর মূল বেতনের সাথে সরাসরি যুক্ত এই ভাতা বছরে দুবার বৃদ্ধি করা হয়। কর্মচারী এবং পেনশনভোগীদের উপর মুদ্রাস্ফীতির প্রভাব কমাতে সরকার ডিএ সংশোধন করে। এটি বর্তমান কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জীবনযাত্রার ব্যয় সমন্বয় হিসাবে প্রযোজ্য, যদিও বেসরকারি খাতের কর্মচারীরা সাধারণত এটির অধিকারী নন। পাবলিক সেক্টর আন্ডারটেকিং (PSU) তে কর্মরত কর্মচারীরাও মহার্ঘ্য ভাতা পান।
সাধারণত, সরকার হোলির আগে জানুয়ারি-জুন এবং দীপাবলির আগে জুলাই-ডিসেম্বর মাসের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করে। কিন্তু এবার ২০২৫ সালের জানুয়ারি-জুন মাসের জন্য বর্ধিত ভাতা হোলির আগে ঘোষণা করা সম্ভব হয়নি। মনে করা হচ্ছে যে ২ শতাংশ বৃদ্ধি সম্ভব, যার ফলে ডিএ ৫৩ শতাংশ থেকে ৫৫ শতাংশে উন্নীত হবে। জুলাই-ডিসেম্বর ২০২৪ সালের AICPI (সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক তথ্য) এর উপর ভিত্তি করে, DA ২% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
যেহেতু সিদ্ধান্তটি ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে, তাই সরকার সম্ভবত পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন করবে, যা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা। অনুমোদিত হলে, বর্ধিত ডিএ ২০২৫ সালের জানুয়ারী থেকে কার্যকর হবে এবং কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পাওয়ার পর জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বকেয়া বেতনও পেতে পারবেন।
সৌভিক মুখার্জী, কলকাতা: পড়শি দেশ পাকিস্তানের রাজনৈতিক মহল দিনের পর দিন গরম (Pakistan Crisis) হয়ে…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। ভারতের অন্যতম বৃহত্তম ইস্পাত সংস্থা NMDC Steel Limited…
পিএম ইন্টার্নশিপ স্কিম (PM Internship Scheme) তরুণদের জন্য বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ইনকামের একটি…
বর্তমানে অধিকাংশ মানুষ এমন বিনিয়োগের পথ খোঁজেন, যেখানে নিরাপদভাবে ভালো রিটার্ন পাওয়া সম্ভব। কারণ, মুদ্রাস্ফীতির…
প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমানে শিক্ষা ব্যবস্থা সকল ছাত্র ছাত্রীর কাছে আরও বেশি সহজ এবং সরল…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘরের মাঠে হেরে রাজস্থানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ভাগ্য খুলেছে কলকাতা নাইট রাইডার্সের…
This website uses cookies.