7th Pay Commission: DA বৃদ্ধির পর এবার ব্যাঙ্কে ঢুকবে কাঁড়ি কাঁড়ি টাকা, মিলবে ৩ মাসের বকেয়াও | After Dearness Allowance Hikes, Employees May Got Special Benefits
শ্বেতা মিত্র, কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর। এবার ব্যাঙ্কে ঢুকতে চলেছে আরও কাঁড়ি কাঁড়ি টাকা। ডিএ (DA) তো বৃদ্ধি পেয়েছেই, সেইসঙ্গে এক ধাক্কায় ৩ মাসের বকেয়া টাকাও পেতে চলেছেন কর্মীরা। জানা গিয়েছে, সকলে বকেয়া বেতন এবং মহার্ঘ্য ভাতা পাবেন। ৩ মাসের বকেয়া একসাথে পরিশোধ করা হবে। আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকার সম্প্রতি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা সংশোধন করেছে।
এবার তাদের মহার্ঘ্য ভাতা ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১ জানুয়ারি, ২০২৫ থেকে তাদের মহার্ঘ্য ভাতা ৫৩ শতাংশ থেকে বেড়ে ৫৫ শতাংশ হয়েছে। তবে, ২ শতাংশ বৃদ্ধি গত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন। এছাড়াও, এবার সরকার মার্চ মাসের শেষে এটি অনুমোদন করেছে। অতএব, এপ্রিল মাসে এর অর্থ প্রদান করা হবে। এর ফলে প্রায় ৪৮.৬ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৬.৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। এই বৃদ্ধির ফলে সরকারের উপর বার্ষিক ৬,৬১৪ কোটি টাকার বোঝা চাপবে।
নতুন মহার্ঘ্য ভাতা (ডিএ) ১ জানুয়ারি, ২০২৫ থেকে প্রযোজ্য হবে। যার ফলে কর্মচারীরা জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ ২০২৫ এর বকেয়া বেতনও পাবেন। যাদের মূল বেতন ১৮,০০০, তারা প্রতি মাসে ৩৬০ করে উপকৃত হয়েছেন। এই ক্ষেত্রে, তার তিন মাসের মোট বকেয়া হবে ১০৮০। এপ্রিল মাসের বেতনের সাথে এর পরিশোধও করা হবে। একই সাথে, যাদের মূল পেনশন ৯০০০ টাকা, তারা প্রতি মাসে ১৮০ টাকার সুবিধা পেয়েছেন এবং তারা তিন মাসের জন্য বকেয়া হিসাবে ৫৪০ টাকা পাবেন। বছরে দুবার ডিএ বাড়ানো হয়, একবার জানুয়ারি থেকে এবং দ্বিতীয়বার জুলাই থেকে। এখন পরবর্তী বৃদ্ধি জুলাই-ডিসেম্বর ২০২৫ সালের জন্য হবে, যা সাধারণত অক্টোবর-নভেম্বর ২০২৫ সালের মধ্যে ঘোষণা করা হবে।
সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (CPI-IW) অনুসারে, জানুয়ারী ২০২৫ থেকে DA/DR ২% বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বর ২০২৪ সালে, AICPI-IW সংখ্যাটি ১৪৩.৭ পয়েন্টে দাঁড়িয়েছে, যার কারণে DA গণনা ৫৫.৯৮% এ পৌঁছেছে। কিন্তু, সরকারি নিয়ম অনুসারে, দশমিক বিন্দুর পরের সংখ্যাটি মহার্ঘ্য ভাতার সাথে যোগ করা হয় না, তাই এটি ৫৫% বৃদ্ধি করা হয়েছিল।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিনের সাথে বাড়তে থাকা উত্তেজনার পরিপেক্ষিতে আকাশ ক্ষমতা বাড়াচ্ছে ফিলিপাইন। আর সেই…
শ্বেতা মিত্র, কলকাতাঃ PAN-আধার কার্ড লিঙ্কিং নিয়ে সরকারের ঘর থেকে নয়া নির্দেশিকা জারি করা হল।…
অপ্পোর নতুন রেনো সিরিজের ফোন Oppo Reno 14 Pro, শীঘ্রই Reno 13 Pro মডেলের উত্তরসূরী…
কেন্দ্রীয় সরকার রেশন কার্ডধারীদের জন্য বড় সুখবর দিয়েছে। গণবণ্টন ব্যবস্থার অধীনে রেশন গ্রহণকারী সুবিধাভোগীদের রেশন…
বিক্রয় ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের শুরুর দিকে ধারাবাহিক পরাজয়ের পর কোচ অস্কার ব্রুজোর দেখানো…
প্রীতি পোদ্দার, কলকাতা: মার্চের শুরুতেই কাঠফাঠা গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। তার উপর বাতাসের সঙ্গে মিশে…
This website uses cookies.