7th Pay Commission Update: বাংলায় কবে চালু হতে পারে সপ্তম বেতন কমিশন? বাম আমলের ট্রেন্ড অনুসরণ করছে তৃণমূল?

রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কমিশন গঠনের ইতিহাস দেখলে বোঝা যায়, বাম আমলে নির্দিষ্ট সময় অন্তর বেতন কমিশন গঠিত হয়েছিল। তৃণমূল সরকারের নীতি সেই ধারাকেই অনুসরণ করছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

রাজ্যের বেতন কমিশনের ইতিহাস

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার প্রথমবার ১৯৬০ সালে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের জন্য পে কমিটি গঠন করেছিল। তখন ১০০ পয়েন্ট মূল্যসূচক ধরে গ্রুপ-ডি কর্মচারীর বেতন ছিল ৬০-৭৫ টাকা, সচিবালয়ের করণিকদের বেতন ১৫০-২৫০ টাকা এবং ডিরেক্টর দপ্তরের করণিকদের বেতন ১২৫-২০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

READ MORE:  বর্ষা বাদে পাকিস্তানকে দেওয়া হবে না শতদ্রুর জল, সংসদে জানিয়ে দিল কেন্দ্র

এরপর প্রথম বেতন কমিশন গঠিত হয় ১৯৭১ সালে। এরপর ক্রমান্বয়ে—
– দ্বিতীয় বেতন কমিশন: ১৯৮১
– তৃতীয় বেতন কমিশন: ১৯৯০
– চতুর্থ বেতন কমিশন: ১৯৯৮
– পঞ্চম বেতন কমিশন: ২০০৯
– ষষ্ঠ বেতন কমিশন: ২০২০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর

সপ্তম বেতন কমিশন কবে?

বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন পাচ্ছেন, যার ভিত্তিতে বর্তমানে তাঁদের ডিএ ১৪ শতাংশ। এপ্রিল থেকে আরও ৪ শতাংশ বাড়িয়ে ১৮ শতাংশ করার কথা ঘোষণা করা হয়েছে।

READ MORE:  রক্ত মাংসের মানুষ নয়, ভারতের হয়ে সীমান্তে লড়বে রোবট! পরিকল্পনা জানাল DRDO

তবে এবারের রাজ্য বাজেটে ডিএ বৃদ্ধির কথা বলা হলেও সপ্তম বেতন কমিশনের ঘোষণা হয়নি। অন্যদিকে, কেন্দ্র ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩ শতাংশ ডিএ পাচ্ছেন এবং ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে তাঁরা অষ্টম বেতন কমিশনের আওতায় চলে আসবেন।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ সরকার কবে সপ্তম বেতন কমিশন ঘোষণা করবে?

READ MORE:  দোলের আগে রেলের বড় পদক্ষেপ! দেশের ৬০টি প্রধান স্টেশনে বদলাচ্ছে বড় নিয়ম

Scroll to Top