সহেলি মিত্র, কলকাতা: অক্ষয় তৃতীয়ার আগেই ভাগ্য খুলে গেল কয়েক লক্ষ সরকারি কর্মীর। আরও ২% (DA) বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার। শুধু তাই নয়, এবার টানা ৩ মাসের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার ঘোষণাও করা হয়েছে। সরকারের এহেন সিদ্ধান্তে উপকৃত হবেন কয়েক লক্ষ সরকারি কর্মী তা বলাই বাহুল্য। এমনিতেই কেন্দ্রীয় সরকারের পর, এখন বিভিন্ন রাজ্য সরকার কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (DA) এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ (DR) বৃদ্ধি শুরু করেছে। এই প্রসঙ্গে হরিয়ানা সরকার তার কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ত্রাণ ২ শতাংশ বৃদ্ধি করেছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
২% DA বৃদ্ধি করল সরকার
সরকারের সিদ্ধান্তের ফলে তাদের মূল বেতনের ৫৩ শতাংশ থেকে ৫৫ শতাংশে উন্নীত হয়েছে। একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে যে এই বৃদ্ধি ১ জানুয়ারি, ২০২৫ থেকে কার্যকর হবে। অর্থ বিভাগের তরফে আরও বলা হয়েছে যে সংশোধিত ডিএ এবং ডিআর ২০২৫ সালের এপ্রিল মাসের বেতন/পেনশনের সঙ্গে দেওয়া হবে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মার্চ মাসের বকেয়া মে মাসে পরিশোধ করা হবে। এর অর্থ হলো তিন মাসের বকেয়া বেতন দেওয়া হবে। ফলে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে আরও বেশি করে টাকা ঢুকবে।
এর আগে, গুজরাট সরকার সপ্তম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ্য ভাতা ২ থেকে ৬ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছিল। সপ্তম বেতন কমিশনের আওতাধীন কর্মচারীদের জন্য ডিএ দুই শতাংশ এবং ষষ্ঠ বেতন কমিশনের আওতাধীন কর্মচারীদের জন্য ডিএ ছয় শতাংশ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রায় ৪.৭৮ লক্ষ কর্মচারী এবং ৪.৮১ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। এতে বলা হয়েছে যে যেহেতু এই বর্ধিত বেতন ১ জানুয়ারী, ২০২৫ থেকে কার্যকর হবে, তাই রাজ্য সরকার এপ্রিল মাসের বেতনের সাথে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বকেয়া বেতন এক কিস্তিতে ছাড় করবে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
উত্তরপ্রদেশ সরকারও DA বাড়িয়েছে
এর আগে, উত্তরপ্রদেশ সরকার রাজ্য কর্মচারীদের DA দুই শতাংশ বৃদ্ধি করেছিল। রাজ্য কর্মচারীদের ডিএ ৫৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫৫ শতাংশ করা হয়েছে, যা ১ জানুয়ারি, ২০২৫ থেকে কার্যকর হবে। এই সিদ্ধান্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট স্বস্তি বয়ে আনবে তা বলাই চলে।