7th Pay Commission: হোলিতে হয়নি, কবে হবে DA বৃদ্ধির ঘোষণা? সরকারি কর্মীদের জন্য নয়া আপডেট | When Government Employee Expect Dearness Allowance Hike?

সৌভিক মুখার্জী, কলকাতাঃ দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য এবার সুখবর ঘনিয়ে আসছে। মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে বহুদিন ধরেই অপেক্ষায় দিন গুনছিলেন কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা। এবার সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে। বেশ কিছু সূত্র দাবি করছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আসন্ন মন্ত্রীসভার বৈঠক DA বৃদ্ধির ঘোষণা করবে। সাধারণত মন্ত্রিসভার বৈঠক প্রতি বুধবার অনুষ্ঠিত হয়। অর্থাৎ, খুব শীঘ্রই এই ঘোষনার সম্ভাবনা রয়েছে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কত শতাংশ বাড়তে পারে ডিএ?

বেশ কিছু সূত্র মারফত খবর, সপ্তম পে কমিশনে (7th pay commission) মহার্ঘ ভাতা এবার ২% বৃদ্ধি হতে পারে। যার ফলে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে ৫৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছে, তা বেড়ে দাঁড়াবে ৫৫%। প্রতি ছয়মাস অন্তর মূলত এই ভাতা সংশোধন করা হয়, যাতে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে সরকারি কর্মচারীরা স্বাচ্ছন্দে জীবনযাপন করতে পারে। এই ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনও কিছুটা বৃদ্ধি পাবে।

READ MORE:  ১৮,০০০ টাকার বেতন হবে ৪৬,২৬০ টাকা! নতুন ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে বড় আপডেট

মহার্ঘ ভাতা কীভাবে গণনা করা হয়?

মহার্ঘ ভাতা মূলত কর্মচারীদের মূল বেতনের ভিত্তিতেই গণনা করা হয়। যদি কারোর মূল বেতন ৫০,০০০/- টাকা হয়, তাহলে তার ৫৫% হারে মহার্ঘ ভাতা দাঁড়াবে ২৭,৫০০/- টাকা। সেই হিসাবে একজন এমটিএস (মাল্টি টাস্কিং স্টাফ) কর্মচারীর মূল বেতন ১৮,০০০/- টাকা হয়ে থাকে। তাহলে তার বর্তমানে ৫৩% হারে ডিএ দাঁড়ায় ৯৫৪০/- টাকা। এবার ২% ডিএ বৃদ্ধি হলে ডিএ দাঁড়াবে ৯৯৯০/- টাকা। অর্থাৎ, অতিরিক্ত ৩৬০/- টাকা বেতনের সঙ্গে যোগ হবে। একইভাবে যদি ৩% ডিএ বাড়ানো হয় তাহলে ডিএ বেড়ে দাঁড়াবে ১০,০৮০/- টাকা। অর্থাৎ, অতিরিক্ত ৫৪০/- টাকা যোগ হবে। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কবে থেকে কার্যকর হবে নতুন ডিএ?

সরকার যদি এই ২% ডিএ বৃদ্ধির ঘোষণা করে, তাহলে এটি ১লা জানুয়ারি, ২০২৫ থেকে কার্যকর করা হবে। অর্থাৎ, কর্মচারীদের জানুয়ারি মাস থেকে পাওনা বকেয়া ডিএ একসঙ্গে দিয়ে দেওয়া হবে। উল্লেখযোগ্যভাবে, গত বছরের জুলাই মাসে ৩% ডিএ বৃদ্ধি হয়েছিল, যা ৫০% থেকে বেড়ে ৫৩%-এ দাঁড়িয়েছিল।

READ MORE:  Dubai Gold Price: ভারতের থেকে দুবাইতে কতটা সস্তা সোনা? জেনে নিন ইমপোর্ট ডিউটি ও নিষেধাজ্ঞা সম্পর্কেও | Dubai Vs India Gold Price

ডিএ বৃদ্ধির গুরুত্ব

মহার্ঘ ভাতা শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য নয়, বরং এটি পেনশনভোগীদের জন্যও সমানভাবে কার্যকর। কর্মচারীদের ক্ষেত্রে এটি মহার্ঘ ভাতা (DA) হিসাবে পরিচিত আর পেনশনভোগীদের জন্য  এটি ডিয়ারনেস রিলিফ (DR) হিসাবে পরিচিত। বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে আকাশছোঁয়া হচ্ছে, সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি তাদের জীবনযাত্রার ব্যয় কিছুটা সামলাতে সাহায্য করবে। এখন দেখার মন্ত্রিসভার বৈঠক কত শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করে।

READ MORE:  স্মার্ট মিটার বসানো নিয়ে পথে নামছে সাধারণ মানুষ, কী বলছে রাজ্য সরকার?
Scroll to Top