80W ফাস্ট চার্জিং ও 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সহ এন্ট্রি নিচ্ছে Oppo-র নতুন ফোন

Oppo বর্তমানে একঝাঁক নতুন স্মার্টফোন বাজারে আনার তোড়জোড় করছে। নতুন ফোনগুলির মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দু Find X8 Mini এবং Find X8 Ultra। দুই ফোনই মার্চে লঞ্চ হয়ে যেতে পারে। Mini ভেরিয়েন্টটি ওপ্পোর একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন হিসাবে আসতে চলেছে। এতে নতুন এলার্ট বাটন, ১.৫কে রেজোলিউশন সহ ৬.৩ ইঞ্চি এলটিপিও ফ্ল্যাট ওলেড ডিসপ্লে এবং চারদিকে অতি-পাতলা বেজেল থাকবে বলে জানা গিয়েছে।

READ MORE:  সামনে ৫০ মেগাপিক্সেল এবং পিছনে ১০০ মেগাপিক্সেল ক্যামেরা, ৪ হাজার টাকা দাম কমলো এই 5G ফোনের

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মূলত সেই স্পেসিফিকেশনগুলিকে পুনরায় নিশ্চিত করে জানিয়েছেন, ফোনের সাইড ফ্রেম মেটাল দিয়ে তৈরি হবে। জানিয়ে রাখি, ওই সূত্রই আগে দাবি করেছিল, Find X8 Mini একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স ও ৩.৫x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা অফার করবে।

READ MORE:  Oppo F29 Pro 5G Features: বাজার কাঁপাতে আসছে Oppo F29 Pro 5G, লঞ্চের আগেই সমস্ত ফিচার্স ফাঁস হয়ে গেল | Dimensity 7300 Chipset

কিন্তু এখন, চ্যাট স্টেশন জানাচ্ছে স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ Find N5-এর মতো হবে। এই ফোল্ডেবলেও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। তবে এটি আল্ট্রা-ওয়াইড সেন্সরের পরিবর্তে কম-রেজোলিউশনের ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা ব্যবহার করবে। পূর্ববর্তী রিপোর্টের সঙ্গে সামঞ্জস্য রেখে তৃতীয় ক্যামেরাটি হবে ৩x জুম সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স।

Oppo Find X8 mini মডেলটি ৮০ ওয়াট তারযুক্ত ও ৫০ ওয়াট তারবিহীন (ওয়্যারলেস) চার্জিং সমর্থন করবে বলে আশা করা হচ্ছে। MediaTek Dimensity 9400 চিপসেট থাকতে পারে এতে, যা Find X8 সিরিজের অন্য মডেলগুলির সমতুল্য পারফরম্যান্স সরবরাহ করবে। এছাড়া, NFC সাপোর্ট, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, ডুয়াল স্পিকার, X অ্যাক্সিস লিনিয়ার হ্যাপটিক মোটর সহ নানা ফিচার্স মিলবে।

READ MORE:  Oppo Pad 4 Processor: এপ্রিলে বিশ্বের প্রথম Snapdragon 8 Elite প্রসেসর চালিত ট্যাবলেট লঞ্চ করছে Oppo | Oppo Pad 4 Launch in April

Scroll to Top