লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

8th Pay Commission: এপ্রিলে লাগু হচ্ছে অষ্টম পে কমিশন, কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য বড় খবর | Central Government Of New Pay Commission

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission) গঠন হবে, ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। মোদী সরকার ২০২৬ সাল থেকে এই নতুন পে কমিশন লাগু হওয়ার ঘোষণা করেছে। স্বাভাবিকভাবেই নতুন পে কমিশন মানে বাড়তি বেতন থেকে শুরু করে একগুচ্ছ নতুন সুবিধা। তবে কবে এই কমিশন লাগু হবে তা নিয়ে খোলসা করেনি সরকার। কিন্তু সেই অপেক্ষার অবসানও ঘটল। জানা গেল, ২০২৬ সালের কোন মাস থেকে নতুন পে কমিশন লাগু হতে পারে। আপনিও কী কেন্দ্রীয় সরকারি কর্মী? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।


এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন

Join Now

কবে লাগু হবে অষ্টম বেতন পে কমিশন?

অষ্টম বেতন পে কমিশন নিয়ে বড় তথ্য দিয়েছেন অর্থমন্ত্রকের ব্যয় সচিব মনোজ গোভিল। এক সাক্ষাৎকারে একটি বড় আপডেট দিয়েছেন। মনোজ গোভিল জানিয়েছেন, এপ্রিলের মধ্যেই অষ্টম বেতন কমিশন গঠন হতে পারে। উল্লেখ্য, এর ফলে উপকৃত হবেন প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং প্রায় ৬৫ লক্ষ পেনশনভোগী।

READ MORE:  ডিভোর্সি হোক বা বিধবা সবাই পাবে সুবিধা, মহিলাদের পারিবারিক পেনশন পাওয়ার নয়া নিয়ম

সাক্ষাৎকারে ব্যয় সচিব মনোজ গোভিল আশা প্রকাশ করেছেন যে মূলধনী ব্যয়ের গতি বাড়বে এবং এর লক্ষণগুলি ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের অনুমান, আগামী অর্থবর্ষে পে কমিশনের আর্থিক প্রভাব পড়বে না। বেতন কমিশন গঠনের পর তার রিপোর্ট জমা দিতে কিছুটা সময় লাগবে, যা পরে সরকার প্রক্রিয়া করবে। তাই আগামী অর্থবছরে আমরা কোনো ব্যয় আশা করছি না। ২০২৬ সালের এপ্রিল থেকে শুরু হওয়া আর্থিক বছরে একটি ব্যয় হবে।’


প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন

Join Now

এতটা বাড়বে বেতন

কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা আশা করছেন যে এবার ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯২-২. ০৮ এর পরিসরে বাড়ানো হতে পারে। ফিটমেন্ট ফ্যাক্টর হল বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ও পেনশন সংশোধন করতে ব্যবহৃত একটি গুণক। যদি এটি ১.৯২-২. ০৮ এর মধ্যে বাড়ানো হয় তবে কেন্দ্রীয় কর্মচারীর ন্যূনতম বেতন ১৮, ০০০ থেকে বেড়ে ৩৪,৫৬০ কিংবা ৩৭, ৪০০ হতে পারে।

READ MORE:  CISF Constable Recruitment 2025: মাধ্যমিক পাসে কেন্দ্রীয় সরকারি চাকরি, ১১৬১ শূন্যপদের কনস্টেবল নিয়োগ করছে CISF | Central Industrial Security Force Job
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.