8th Pay Commission: বেসিক পে-র সঙ্গে মিশে যাচ্ছে DA? জানিয়ে দিল সরকার | Central Government Of Dearness Allowance And Basic Pay
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে একটা প্রশ্ন বারবার চাগাড় দিচ্ছে, আর সেটা হল কবে লাগু হবে অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission)? শুধু তাই নয় দোলযাত্রা হয়ে যাবার পরেও এখনো অবধি বছরের প্রথম দফার মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ্য ত্রাণের (DR) ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার। এহেন অবস্থায় প্রশ্ন উঠছে তবে কি এবার মহার্ঘ ভাতা নিয়ে কোনওরকম ঘোষণা করা হবে না? এছাড়াও বেশ কিছু সময় ধরে ফিসফাস শুরু হয়েছিল যে সরকার হয়তো আগামী দিনে মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ একীভূত করে দেবে। সত্যিই কি তাই? এই বিষয়ে এবার সরাসরি জবাব দিল কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মূল্যবৃদ্ধি ভাতা (ডিএ) এবং মূল্যবৃদ্ধি ত্রাণ (ডিআর) মূল বেতন/পেনশনের সাথে একীভূত করার কোনও পরিকল্পনা নেই। রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে সরকার এই তথ্য দিয়েছে। কিছু কর্মচারী সংগঠন মূল বেতনে ৫০% ডিএ অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছিল। কিন্তু, ষষ্ঠ বেতন কমিশন মূল বেতনে ডিএ অন্তর্ভুক্ত না করার সুপারিশ করেছিল। সরকার এই সুপারিশ গ্রহণ করেছে।
এদিকে মঙ্গলবার অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছেন যে এই ধরণের কোনও প্রস্তাব নিয়ে ভাবছে না সরকার। উল্লেখ্য, সরকার প্রতি ৬ মাস অন্তর ডিএ/ডিআরের হার সংশোধন করে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সোমবার বলেছেন যে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন (সিপিসি) ৩৬ লক্ষেরও বেশি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন। সরকার অষ্টম বেতন পে কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এর রিপোর্ট কখন সরকারের কাছে জমা দেওয়া হবে, তা সময় এলে সিদ্ধান্ত নেওয়া হবে।
কিছু কর্মচারী সংগঠন ডিএকে মূল বেতনের সঙ্গে একীভূত করার দাবি জানাচ্ছে। এই বিষয়ে পঙ্কজ চৌধুরী বলেন যে ডিএ ৫০% এরও বেশি বেড়েছে। এই বিষয়ে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (NC-JCM) কর্মী ও প্রশিক্ষণ বিভাগের (DoPT) সাথে একটি বৈঠকও করেছে। এই বৈঠকে, এনসি-জেসিএম ডিওপিটি সচিব রচনা শাহকে বলেন যে ডিএ ৫০% এরও বেশি বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে, এটিকে মূল বেতনের সাথে একীভূত করা উচিত।
কিন্তু, সরকার বর্তমানে এই দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছেন যে সরকারের কাছে এমন কোনও প্রস্তাব নেই। তিনি বলেন, কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ/ডিআর দেওয়া হয় যাতে মুদ্রাস্ফীতি তাদের বেতন/পেনশনের উপর প্রভাব না ফেলে। তিনি আরও বলেন যে সরকার প্রতি ৬ মাস অন্তর ডিএ/ডিআরের হার পরিবর্তন করে।
কর্মচারীদের সংগঠনগুলি বলছে যে মূল বেতনের মধ্যে ডিএ অন্তর্ভুক্ত করা জরুরি। এটি কর্মীদের আর্থিক নিরাপত্তা প্রদান করবে। মুদ্রাস্ফীতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে, কর্মীদের স্বার্থে মূল বেতনের সাথে ডিএ অন্তর্ভুক্ত করা হবে।
সরকার বলছে যে ডিএ মূল বেতনের সাথে একীভূত করলে সরকারের উপর আর্থিক বোঝা বাড়বে। এমন পরিস্থিতিতে, সরকার বর্তমানে এই প্রস্তাবটি বিবেচনা করছে না। কিন্তু, সরকার কর্মচারীদের স্বার্থের যত্ন নেয় এবং সময়ে সময়ে ডিএ হার পরিবর্তন করে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার রাজ্যসভা কক্ষে দাঁড়িয়ে ভারতীয় রেলের কোচ থেকে শুরু করে বিভিন্ন সাজ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাতিল হচ্ছে KKR-এর ম্যাচ! নিরাপত্তার অভাবেই ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ…
ভারতে ইলেকট্রিক স্কুটারের চাহিদা বাড়ছে। পেট্রোলের দাম বৃদ্ধি ও পরিবেশ সচেতনতার কারণে অনেকেই ইভি-তে (EV)…
প্রীতি পোদ্দার, কলকাতা: আবাস যোজনার (Awas Yojana Scheme) উপভোক্তাদের তালিকা নিয়ে কয়েক মাস যাবৎ নানা…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনার কি ডেটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়? প্রতিদিন মোবাইল ডেটা নিয়ে দুশ্চিন্তা…
শ্বেতা মিত্র, কলকাতা: ইপিএফও সদস্যদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (EPFO) তরুণদের…
This website uses cookies.