বড় ধাক্কা, জিওর পুরনো সুবিধা বন্ধ! কীভাবে এবার দেখবেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল?

ক্রিকেটপ্রেমীদের জন্য এই মাসের অন্যতম আকর্ষণ ভারত বনাম নিউজিল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ। তবে সেই ম্যাচ দেখার পরিকল্পনা থাকলে একটু সাবধান থাকতে হবে। কারণ জিও তাদের পুরনো প্ল্যান থেকে ফ্রি জিও সিনেমা সাবস্ক্রিপশন তুলে নিয়েছে, যা গ্রাহকদের জন্য একটি বড় ধাক্কা। এবার থেকে এই প্লাটফর্মের সমস্ত কন্টেন্ট উপভোগ করতে চাইলে নিতে হবে নতুন JioHotstar সাবস্ক্রিপশন।

জিও সিনেমা এখন অতীত, কীভাবে দেখবেন ম্যাচ?

সম্প্রতি জিও তাদের স্ট্রিমিং পরিষেবাকে Disney+ Hotstar-এর সাথে যুক্ত করে JioHotstar তৈরি করেছে। অর্থাৎ, আগে জিও সিনেমাতে যে বিনামূল্যে ম্যাচ দেখা যেত, এখন সেটা সম্ভব হবে না। তবে চিন্তার কোন কারণ নেই। জিও তাদের নতুন রিচার্জ প্ল্যানে কিছু বিশেষ সুবিধা যুক্ত করেছে, যার মাধ্যমে সহজেই খেলা উপভোগ করা যাবে। 

READ MORE:  UPSC Recruitment 2025:UPSC-এর মাধ্যমে সেনাবাহিনীতে প্রচুর শূন্যপদে BSF, CRPF, CISF নিয়োগ | Job News

JioHotstar-এর সবচেয়ে সাশ্রয়ী প্ল্যান

যারা খুব কম খরচে ম্যাচ দেখতে চান তাদের জন্য জিও নিয়ে এসেছে একটি সাশ্রয়ী ডেটা প্ল্যান, যা শুরু হচ্ছে মাত্র ১৯৫ টাকায়। এই প্ল্যানে গ্রাহকরা পাবেন ১৫ জিবি ডাটা, ৯০ দিনের বৈধতা, ফ্রি JioHotstar সাবস্ক্রিপশন তিন মাসের জন্য এবং জিও টিভি ও জিও ক্লাউডের অতিরিক্ত অ্যাক্সেস। 

READ MORE:  Ice Cream Parlour Business: গরমে হু হু করে বাড়বে চাহিদা, এই ব্যবসা শুরু করলেই প্রতিমাসে পকেটে আসবে ৫০,০০০ | All you need to know about Ice Cream Parlour Business

এই প্ল্যানটি রিচার্জ করলে আপনি একদম ফ্রিতে ৯ই মার্চ ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারবেন।

জিওর ৯৪৯ টাকার প্ল্যান

যারা শুধু ম্যাচ নয়, বরং দীর্ঘ সময় ধরে প্রিমিয়াম বিনোদন উপভোগ করতে চান, তাদের জন্য জিও নিয়ে এসেছে ৯৪৯ টাকার একটি রিচার্জ প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা পাবে ৮৪ দিনের আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি করে এসএমএস, প্রতিদিন ২ জিবি ডাটা এবং তিন মাসের জন্য JioHotstar সাবস্ক্রিপশন।

READ MORE:  TET উত্তীর্ণদের জন্য বড় খবর, অবশেষে সার্টিফিকেট পাওয়ার দিন ঘোষণা করল পর্ষদ

এই প্ল্যানটি রিচার্জ করলে শুধুমাত্র ক্রিকেট ম্যাচ নয়, বরং জনপ্রিয় ওয়েব সিরিজ এবং সিনেমাগুলিও সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে। 

এখন কী করবেন?

যদি আপনি ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ দেখতে চান, তাহলে জিওর ১৯৫ টাকার প্ল্যানটি রিচার্জ করতে হবে। আর যদি দীর্ঘমেয়াদি পরিষেবা চান, তাহলে ৯৪৯ টাকার রিচার্জ প্ল্যানটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে।

Scroll to Top