Vijay Sale: গল্প নয় সত্যি, এবার আইফোনের স্বপ্নপূরণ, জনপ্রিয় মডেলে প্রায় 15 হাজার টাকা ছাড় | iPhone 16 Pro Price Drop

আইফোন যত পুরনো হয় ততই তার চাহিদা বাড়তে থাকে, বিশেষ করে যারা বাজেট নিয়ে সচেতন। কারণ সময়ের সাথে সাথে আইফোনে ডিসকাউন্টের অঙ্ক বাড়তে থাকে, যার ফলে কিছুটা সাশ্রয়ে লেটেস্ট মডেল পকেটস্থ করার অপেক্ষায় থাকেন ক্রেতারা। আপনিও যদি iPhone 16 সিরিজ কেনার পরিকল্পনা করেন, তাহলে সুখবর রয়েছে। কারণ, Vijaya Sales নতুন iPhone 16 Pro-র উপর মোটা টাকা ছাড় দিচ্ছে।

READ MORE:  Samsung Galaxy S24 Plus Discount: এক ধাক্কায় অনেকটা দাম কমল, এখানে ব্যাপক সস্তায় মিলছে Samsung Galaxy S24 প্লাস | Samsung Galaxy S24 Plus Price

iPhone 16 Pro কিনুন ডিসকাউন্টে

প্রাথমিকভাবে, বিজয় সেলসে আইফোন ১৬ প্রো-এর ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ১,১৯,৯০০ টাকায় উপলব্ধ ছিল। কিন্তু এখন ৯ শতাংশ ডিসকাউন্ট যোগ হওয়ার ফলে ১,০৯,৫০০ টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এছাড়াও, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত ৩,০০০ টাকার তাৎক্ষণিক ছাড় পাবেন।

আবার এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড উভয়ের উপর ৪,৫০০ টাকা ডিসকাউন্ট মিলবে। অর্থাৎ ১৪,৯০০ টাকা সাশ্রয়ের সুযোগ।ক্রেতারা ডিভাইস এবং এর ইন-বক্স অ্যাক্সেসরিজের জন্য এক বছরের ওয়ারেন্টিও পাবেন। আপনি যদি ২৫৬ জিবি অথবা ৫১২ জিবি মডেলটি কিনতে চান, তাহলে বিজয়া সেলসে ৮ শতাংশ ছাড় পাবেন।

READ MORE:  iPhone 16: প্রথমবার সবচেয়ে কম দামে iPhone 16, ফ্লিপকার্ট আনলো অবিশ্বাস্য সেল | iPhone 16 Price Reduce

iPhone 16 Pro: স্পেসিফিকেশন

আইফোন ১৬ প্রো-তে ৬.৩ ইঞ্চি সুপার রেটিনা ওলেড ডিসপ্লে, ১২০৬ x ২৬২২ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ২০০০ নিট ব্রাইটনেস, এ১৮ প্রো প্রসেসর, ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ, এফ/১.৮ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা, এফ/২.৮ অ্যাপারচার এবং ৫x অপটিক্যাল জুম সহ ১২ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৩৫৮২ এমএএইচ ব্যাটারি, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে।

READ MORE:  Android 15 Update: Motorola ফোন ব্যবহারকারীরা সাবধান! অ্যান্ড্রয়েড ১৫ আপডেট করলেই অচল হয়ে পড়ছে ডিভাইস

Scroll to Top