বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি নতুন নতুন আবিষ্কার সামনে এনে গোটা বিশ্বকে চমকে দিচ্ছেন চিনের (China) বিজ্ঞানীরা। এবার সেই আবিষ্কারে যুক্ত হলো নয়া পালক। সূত্রের খবর, চিনের বেবু উপসাগর অববাহিকায় প্যালিওজোয়িক পাহাড়ের মাটিতে বিপুল পরিমাণ তেল ও গ্যাসের সন্ধান পেয়েছেন চিনা বিজ্ঞানীরা। চিনের রাষ্ট্রীয় তেল ও গ্যাস সংস্থা চায়না ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশন বা CNOOC বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, চিনের মাটিতে প্রায় 15,879 ফুট ড্রিলিং করে বিপুল পরিমাণ তেল ও মুজুদ গ্যাসের উপস্থিতি আবিষ্কার করেছেন গবেষকরা। যা চিনের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করতে যথেষ্ট।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
প্রতিদিন বিপুল পরিমাণ তেলের যোগান মেটাবে এই আবিষ্কার
চিনা তেল ও গ্যাস সংস্থা CNOOC-এর গবেষকরা অনুমান করছেন, বিবু উপসাগরীয় অববাহিকায় যে পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে তা থেকে প্রতিদিন প্রায় 13.2 মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস ও কমপক্ষে 800 ব্যারেল পরিশোধিত তেল উত্তোলন করা সম্ভব।
এছাড়াও চিনের জাতীয় তেল ও গ্যাস সংস্থা CNOOC-এর এক ভূত্বাত্ত্বিক দাবি করেছেন, বিবু উপসাগরীয় অববাহিকায় যে পরিমান তেল পাওয়া গিয়েছে, বিজ্ঞানীদের চেষ্টা অব্যাহত থাকলে প্যালিওজোয়িক পাহাড়ে আরও বিপুল পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাসে সন্ধান করা যাবে। সংস্থার ওই ভূতাত্ত্বিকের মতে, পাহাড়ের সমতলে মাটির নিচে জমে থাকা বিপুল পরিমাণ গ্যাস ও তেল অনুসন্ধানের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
CNOOC-এর নয়া ঘোষণা..
চিনের জাতীয় তেল ও গ্যাস সংস্থা CNOOC-এর তরফে চলতি বছরের ফেব্রুয়ারিতেই বোহাই উপসাগরে বোজং 26-6 তেলক্ষেত্র উন্নয়ন প্রকল্প থেকে তেল উৎপাদনের কাজ শুরু করার ঘোষণা মিলেছে। সংস্থাটির তরফে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই প্রকল্পের হাত ধরে চলতি বছর কমপক্ষে 22,300 ব্যারেল তেল উত্তোলন করা যাবে বলেই আশা।
অবশ্যই পড়ুন: যেই পিচে পাকিস্তানকে গুঁড়িয়েছিল ভারত, সেটাতেই ফাইনাল! কেন বাছা হল পুরনো ২২ গজ?
বলে রাখা ভাল, চিনের বোজং 26-6 তেলক্ষেত্র বিশ্বের বৃহত্তম রূপান্তরিত সমাহিত পর্বত তেলক্ষেত্র, যেখানে অন্তত 200 মিলিয়ন ঘনোমিটার তেল ও প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে।