আধার কার্ড অতীত! এবার রেশনের সাথে জুড়ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, চাল গমের বদলে ঢুকবে টাকা

দেশের রেশন ব্যবস্থায় নতুন পরিবর্তন আসতে চলেছে। ইতিমধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে, যাতে রেশন দুর্নীতির পরিমাণ অনেকটাই হ্রাস পায়। তবে এবার রেশন কার্ডের সঙ্গে নাকি ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তি করা নিয়ে বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার।

গত ২৮শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের নেতৃত্বে প্রতিটি রাজ্যের খাদ্য সচিবদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করার একটি প্রস্তাব পেশ হয়। যদিও এ বিষয়ে এখনো কোনো রকম চূড়ান্ত ঘোষণা করা হয়নি। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রস্তুতি চলছে বলে জানা যাচ্ছে। 

READ MORE:  EPFO: শুধুই নয় নিশ্চিন্তে অবসর, PF অ্যাকাউন্ট থাকলেই মিলবে আরও সুবিধা, জানেন? | PF Account Benefits You Sholud Know

কেন এই নতুন পরিকল্পনা?

কেন্দ্র সরকারের মূল লক্ষ্য হল, রেশন ব্যবস্থাকে আরো স্বচ্ছ করে তোলা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। বর্তমান সময়ে আধার লিঙ্কের মাধ্যমে এক ব্যক্তি একাধিক রেশন না তুলতে পারলেও ব্যাংক একাউন্ট যুক্ত করলে আরো স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে। এছাড়া কেন্দ্র সরকার চাইছে, ভুয়ো রেশন কার্ড বন্ধ করা এবং ভবিষ্যতের নগদ ভর্তুকি ব্যবস্থা চালু করার সম্ভাবনাকে খতিয়ে দেখা। 

রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করলে কী সুবিধা হবে?

রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা হলে যে সমস্ত সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হল-

  • প্রতিটি গ্রাহকের আসল পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। 
  • কোন ব্যক্তি যদি একাধিক জায়গা থেকে রেশন তোলে তা সহজেই বোঝা যাবে। 
  • সরকার ভবিষ্যতে নগদ ভর্তুকি চালু করতে পারে, যার ফলে চাল-গমের পরিবর্তে সরাসরি টাকা গ্রাহকদের ব্যাংক একাউন্টে জমা দিয়ে দেওয়া হবে। 
READ MORE:  AIC Recruitment 2025: বেত ৬০ হাজার, সরকারি কৃষি বীমা সংস্থায় চাকরির সুবর্ণ সুযোগ, জারি নিয়োগের বিজ্ঞপ্তি | AIC Recruitment 2025 See Online Application Process

তবে এই পরিকল্পনা বাস্তবায়ন সাধারণ মানুষের জন্য খুব সুবিধাজনক হবে নাকি সমস্যা সৃষ্টি করবে তা সময়েই বলা যাবে।

নগদ ভর্তুকি নাকি পুরনো পদ্ধতি?

এই নতুন নিয়ম চালু হওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, রেশনে চাল গম দেওয়ার বদলে কি সরাসরি টাকা পাঠানো হবে? গ্রাহকরা কি তাদের সুবিধামতো সেই টাকায় চাল গম কিনতে পারবেন? এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এ বিষয়ে কোনোরকম চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, যদি ভবিষ্যতে নগদ ভর্তুকি মডেল চালু করা হয় তাহলে রাজ্য সরকারদের নতুন করে কিছু সিদ্ধান্ত নিতে হবে।

READ MORE:  ১৫ ফেব্রুয়ারির আগে এই কাজ করুন, নাহলে রেশন কার্ড বন্ধ হয়ে যাবে

সাধারণ মানুষের প্রতিক্রিয়া

রেশন গ্রাহকদের একাংশ মনে করছে, ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা হলে তারা সরাসরি রেশনের সুবিধা পেতে পারবেন। অন্যদিকে কেউ কেউ আশঙ্কা করছেন, যদি নগদ ভর্তুকির পরিকল্পনা বাস্তবায়ন করা হয় তাহলে বাজারে চাল গমের যা দাম, তাতে গরিবদের জন্য সমস্যা সৃষ্টি হতে পারে। এখন দেখার বিষয় সরকার কীভাবে এই পরিকল্পনাকে সামাল দেয়।

Scroll to Top