লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Injury Of Virat Kohli: ফাইনালের আগেই চোট কোহলির! রবিবার খেলবেন? ভয় ধরাচ্ছে নতুন কারণ | Injury Update Of Virat Kohli

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিগ সানডের বুক দুরু দুরু ম্যাচের আগেই দুঃসংবাদ ভারতীয় শিবিরে! নেপথ্যে সেই চোট আতঙ্ক! শনিবার দুবাইয়ের মাঠে অনুশীলন চলাকালীন আচমকা ফের হাঁটুতে চোট পান বিরাট কোহলি (Virat Kohli)। ফিজিওর দীর্ঘ চিকিৎসার পর শেষমেশ অনুশীলন সম্পূর্ণ না করেই মাঠ ছাড়েন ভারতীয় তারকা।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ঠিক কীভাবে চোট পেলেন বিরাট?

শনিবার দুবাইয়ের মাঠে শেষ পর্বের অনুশীলন সারছিল রোহিত বাহিনী। সেই মতো নেটে ব্যাট হাতে প্র্যাকটিস করছিলেন ভারতীয় তারকা বিরাট। এমতবস্থায়, এক পেসারের দুরন্ত বল সরাসরি কোহলির হাঁটুতে গিয়ে লাগে। তড়িঘড়ি যন্ত্রণায় ছটফট করতে করতেই মাটিতে লুটিয়ে পড়েন বিরাট।

READ MORE:  Brahmos Missile: চিনকে শায়েস্তা করাই লক্ষ্য, ভারতের থেকে ব্রহ্মোস কিনছে আরেক দেশ! চুক্তি ৩৮০০ কোটির | India to confirm Rs 3800 Crore Brahmos Missile Deal with Indonesia

ভারতীয় ক্রিকেটারের দুরবস্থা দেখে মাঠে ছুটে আসেন ফিজিও। দীর্ঘক্ষণ শুশ্রুষা ও প্রাথমিক চিকিৎসা চলে। স্প্রে থেকে শুরু করে আইসপ্যাক কোনও কিছুই বাদ যায়নি। তবে তা সত্ত্বেও শেষ পর্যন্ত অনুশীলন না করেই মাঠ ছাড়েন বিরাট। এহেন আবহে ফাইনালের একেবারে প্রাক্কালে প্রশ্ন উঠছে, রবিবার আদৌ খেলতে পারবেন কোহলি?


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ফাইনাল খেলবেন কোহলি?

কোহলিকে নিয়ে দুশ্চিন্তার মাঝেই স্বস্তির খবর শুনিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, অনুশীলন চলাকালীন কোহলি যে চোট পেয়েছেন তা খুব একটা গুরুতর নয়, আপাতত সম্পূর্ণ ফিট রয়েছেন বিরাট। বেশ কয়েকটি সূত্র বলছে, রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁকে নিয়েই মাঠে নামবেন রোহিত। ফাইনালের আগে কোহলিকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চায়নি ম্যানেজমেন্ট, আর সেই কারণেই চোটের পর তাঁকে অনুশীলন করতে দেওয়া হয়নি।

READ MORE:  Mohun Bagan: ISL থেকে সুপার কাপ, মোহনবাগানের সাফল্যের রহস্য কী? ফাঁস হল সব | Reason Behind MBSG Success

ভয় ধরাচ্ছে কোহলির ফর্ম?

চলতি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে কোহলির ফর্ম নিয়ে সেঅর্থে প্রশ্ন তোলার জায়গা নেই কারোরই। গত 23 ফেব্রুয়ারি, রবিবার পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ শতরান ও সেমিফাইনালের মঞ্চে অজিদের ওপর ছুরি ঘুরিয়ে 84 রানের বড় ইনিংস খেলেছেন বিরাট। তবে বিগত ম্যাচগুলিতে রানের হিসেব দেখলে বোঝা যাবে, চলতি মিনি বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচে ফর্মে থাকলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2 মার্চের ম্যাচটিতে এক প্রকার ডাহা ফেল হয়েছেন বিরাট।

অবশ্যই পড়ুন: ভেঙ্কটেশের দাম তুলতেই IPL টিকিটের মূল্যবৃদ্ধি? KKR-কে কাঠগড়ায় তুলল সমর্থকরা

মাত্র 11 রান করেন সাজঘরে ফিরেছিলেন ভারতীয় তারকা। এবার সেই কারণকে সামনে রেখেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাটের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ মনে করছেন, 2 মার্চের মতোই যদি ফাইনালের মঞ্চেও কিউইদের বিরুদ্ধে বিরাট ব্যর্থ হন সেক্ষেত্রে ট্রফি জয়ের লড়াইটা টিম ইন্ডিয়ার জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে যাবে।

READ MORE:  গোপনে ডেরায় পৌঁছে যাবে সাবমেরিন, টেরও পাবে না শত্রুরা! বড় ছক সাজাচ্ছে ভারত
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.