শ্বেতা মিত্র, কলকাতা: দোলের আগেই কার্যত ভাগ্য বদলে গেল রাজ্যের বহু সরকারি কর্মীর। রাজ্য সরকার এক ধাক্কায় DA থেকে শুরু করে বেতন বৃদ্ধি করেছে। এর জেরে উপকৃত হবে কয়েক লক্ষ মানুষ। শ্রম বিভাগের তরফে জারি করা বিজ্ঞপ্তি দেখে খুশির হাওয়া বইছে সকলের মধ্যে। বকেয়া বেতন পরিশোধ করা হবে। সেইসঙ্গে বাড়তি বেতন, ডিএ দেওয়া হবে, যা কার্যকর করা হয়েছে ১১ অক্টোবর, ২০২৪ থেকে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
বড় ঘোষণা রাজ্য সরকারের
আসলে মধ্যপ্রদেশের লক্ষ লক্ষ শ্রমিকদের জন্য রয়েছে সুখবর। রাজ্যের মোহন যাদব সরকার বেতনের সাথে প্রদত্ত পরিবর্তনশীল মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করেছে। নতুন হার ১ অক্টোবর, ২০২৪ থেকে কার্যকর করা হয়েছে, এমন পরিস্থিতিতে বকেয়া বেতনও পরিশোধ করা হবে। শ্রম বিভাগ এই বিষয়ে আদেশ জারি করেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত গড় ভোক্তা মূল্য সূচকে ২ পয়েন্ট বৃদ্ধির ভিত্তিতে এই বৃদ্ধি করা হয়েছে।
এর আগে, শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়েছিল, যার সুবিধা ১ মার্চ, ২০২৫ থেকে পাওয়া যাবে। আপনাদের জানিয়ে রাখি যে সম্প্রতি ইন্দোর হাইকোর্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি চ্যালেঞ্জ করে করা আবেদনের উপর একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। এর পরেই, শ্রম বিভাগ ন্যূনতম মজুরি বৃদ্ধির পরে মহার্ঘ্য ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
কে কত টাকা পাবে জানুন
শ্রম বিভাগের নির্দেশিকা অনুসারে, এই কর্মীদের ১ অক্টোবর, ২০২৪ থেকে ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত প্রতি মাসে ২২২৫+৫০=২২৭৫ টাকা মহার্ঘ্য ভাতা দেওয়া হবে। অর্থাৎ তারা প্রতিদিন ৮৭.৫০ টাকা ডিএ পাবেন। এতে অদক্ষ কর্মীরা ৯৫৭৫ টাকা সম্মানী এবং ২২৭৫ টাকা মহার্ঘ্য ভাতা পাবেন।
আধা-দক্ষ কর্মীরা ১০,৫৭১ টাকা সম্মানী ভাতা পাবেন, দক্ষ কর্মীরা ১২,২৯৪ টাকা এবং অত্যন্ত দক্ষ কর্মীরা ১৩,৯১৯ টাকা এবং সকলের জন্য ২,২৭৫ টাকা মূল্যবৃদ্ধি ভাতা পাবেন। দৈনিক মজুরির শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়েছে। দৈনিক মজুরির কর্মচারী এবং শ্রমিকদের জন্যও সুখবর রয়েছে। শ্রম কমিশনার ইন্দোর ১ এপ্রিল থেকে ৩০ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত দৈনিক মজুরির কর্মচারী এবং শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদানের আদেশ জারি করেছেন। সরকারের এহেন সিদ্ধান্তের ফলের রাজ্যের ১০ লক্ষ দৈনিক মজুরির কর্মচারী ও শ্রমিক উপকৃত হবেন। এই সিদ্ধান্তের ফলে, ২০২৪ সালের এপ্রিল থেকে দৈনিক মজুরির কর্মীদের বেতন প্রতি মাসে ২২২৫ টাকা বৃদ্ধি পাবে।
খুশি কর্মীরা
এই প্রকল্পের আওতায়, একজন অদক্ষ কর্মী মাসিক বেতন পাবেন ১১৮০০ টাকা, একজন আধা-দক্ষ কর্মী ১২৭৯৬ টাকা, একজন দক্ষ কর্মী ১৪৫১৯ টাকা এবং একজন অত্যন্ত দক্ষ কর্মী ১৬১৪৪ টাকা পাবেন। মাসের চারটি রবিবারের ছুটির জন্য অতিরিক্ত বেতন পাওয়া যাবে। ১ অক্টোবর, ২০২৪ থেকে দৈনিক মজুরির কর্মচারী ও শ্রমিকদের বেতন প্রতি মাসে ২২৭৫ টাকা বা দৈনিক ৮৭.৫০ টাকা বৃদ্ধির আদেশ জারি করা হয়েছে। এর জেরে স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন কর্মীরা।