চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ভারত বনাম নিউজিল্যান্ড, খেলা কখন শুরু, লাইভ কোথায় দেখবেন

ICC Champions Trophy Final 2025 : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ মুখোমুখি ভারত বনাম নিউজিল্যান্ড। অপরাজিত থেকে এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছে ভারত। অন্যদিকে গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে হারলেও, ফাইনালে জোরদার লড়াই দিতে প্রস্তুত কিউইরা। এই ফাইনাল কখন শুরু, কোথায় দেখবেন, মোবাইলে কীভাবে দেখা যাবে সব তথ্য রইল এই প্রতিবেদনে।

ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ : তারিখ, সময় এবং ভেন্যু

ম্যাচ হবে ৯ মার্চ ২০২৫। ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। টসের সময় দুপুর ২ টো। ম্যাচ শুরু ভারতীয় সময় দুপুর ২ টো বেজে ৩০ মিনিটে।

READ MORE:  Hybrid Model: ICC-র সমীকরণই বিগড়ে দিল টিম ইন্ডিয়া! না খেলেই দুই দলকে ফেলল টেনশনে | Team India Pakistan Class Over ICC Champions Trophy

ভারত বনাম নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল : অনলাইনে কোথায় দেখা যাবে এবং সরাসরি সম্প্রচার

টিভি সম্প্রচার : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ফাইনাল স্টার স্পোর্টস এবং স্পোর্টস ১৮-তে সরাসরি সম্প্রচার করা হবে।

মোবাইলে লাইভ স্ট্রিমিং : JioHotstar অ্যাপ এবং ওয়েবসাইটে ICC চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল লাইভ স্ট্রিম করতে পারবেন। এখানে ইংরেজি, হিন্দি এবং আরও অনেক ভাষায় ধারাভাষ্য দেওয়া হবে।

READ MORE:  আর পাওয়া যাবে না জনপ্রিয় Apple MacBook Air M2, MacBook Air M3 ল্যাপটপ, কী হবে ব্যবহারকারীদের?

ভারত বনাম নিউজিল্যান্ড আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল : স্কোয়াড

ভারত : রোহিত শর্মা (অধিনায়ক) শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, হর্ষিত রানা, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী

নিউজিল্যান্ড : উইল ইয়ং, রচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, টম ল্যাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, উইলিয়াম ওরোর্ক, ম্যাট হেনরি/নাথান স্মিথ।

READ MORE:  Champions Trophy 2025: ভারতের কাছে হেরেও মান বাঁচল পাকিস্তান, বাংলাদেশের | Pakistan Vs Bangladesh Match Abandoned Due To Rain

বলার অপেক্ষা রাখে না যে, ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক রোমাঞ্চকর লড়াইয়ের আশায় রয়েছেন ক্রিকেট ভক্তরা।

Scroll to Top