লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Toyota bZ3x Electric SUV Booking: চীনে ঝড় তুলছে টয়োটার সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি, আসতে পারে এ দেশেও | Toyota bZ3x Electric SUV Price

Published on:

সম্প্রতি Toyota চীনে তাদের সবথেকে সস্তা ইলেকট্রিক গাড়ি bZ3X লঞ্চ হয়েছে। টেসলা, বিওয়াইডি-এর মতো জনপ্রিয় ইভি সংস্থাগুলিকে টেক্কা দিতেই অপেক্ষাকৃত কম দামে বৈদ্যুতিক গাড়ি এনে বাজার দখল করতে চাইছে টয়োটা। নতুন গাড়িটির দাম ১৫ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৩ লাখ টাকার সমান। আকর্ষণীয় দাম ও বৈশিষ্ট্যের কারণে দারুণ সাড়া পেয়েছে কোম্পানি। বুকিং শুরু হওয়ার মাত্র এক ঘণ্টায় ১০ হাজার বুকিং পেয়েছে টয়োটা।

Toyota bZ3X ইলেকট্রিক গাড়ির ভ্যারিয়েন্ট ও দাম

টয়োটার GAC গ্রুপের সাথে যৌথ উদ্যোগে এই bZ3X লঞ্চ করেছে। চিনে এটি তাদের প্রথম ১০০,০০০ ইউয়ানের পিওর বৈদ্যুতিক স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) বলে দাবি করা হয়েছে। গাড়িটি দুটি সংস্করণে উপলব্ধ – একটি মডেল পাওয়া যাবে ফুল-সিনারিও স্মার্ট ড্রাইভিং প্রযুক্তি এবং আরেকটি মডেলে এটা ছাড়াই। বেস মডেলের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ লক্ষ টাকা।

READ MORE:  এখন থেকেই টাকা জমান, দমদার মাইলেজ দিতে ২০২৫ সালে লঞ্চ হবে তিনটি সেরা গাড়ি

Toyota bZ3X ইলেকট্রিক গাড়ির রেঞ্জ ও বৈশিষ্ট্য

bZ3X এর টপ মডেলে রয়েছে ৬৭.৯২ কিলোওয়াট আওয়ার এলএফপি ব্যাটারি, যা ফুল চার্জে ৬১০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয়। আর বেস ভেরিয়েন্টে ৫০.০৩ কিলোওয়াট আওয়ার এলএফপি ব্যাটারি প্যাক বর্তমান, যা ফুল চার্জে ৪৩০ কিলোমিটার রেঞ্জ দেয়। কোম্পানির দাবি, এই গাড়ির ভিতর বাড়ির মতো আরামদায়ক।

READ MORE:  Hybrid SUV: ৩০ কিমি মাইলেজ, ৬টি এয়ারব্যাগ! Tata, Toyota-কে টেক্কা দেবে Maruti-র নতুন গাড়ি | Maruti Suzuki New Hybrid Model Fronx

এটির সামনে যে সিট রয়েছে তা ভাঁজ করা যায়, ফলে পিছনের আসন-সহ যা প্রায় তিন মিটার জায়গা তৈরি করে। গাড়িতে ১৪.৬ ইঞ্চি ইনফোটেইনমেন্ট স্ক্রিন, ভয়েস রিকগনিশন সহ ৮.৮ ইঞ্চির ড্রাইভার ডিসপ্লে, টু-স্পোক মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল আছে। এটি কোম্পানির প্রথম গাড়ি যেখানে এনভিডিয়ার ড্রাইভ এজিএক্স Orin X চালিত মোমেন্টা ৫.০ ইন্টেলিজেন্ট ড্রাইভিং সিস্টেম রয়েছে।

READ MORE:  2025 Suzuki Avenis 125 OBD-2B Launched: যেমন নজরকাড়া স্টাইল তেমন সেরা ফিচার্স, বাজার কাঁপাতে নয়া স্কুটার লঞ্চ করল Suzuki | 2025 Suzuki Avenis 125 Specification

ওই সিস্টেমে ২৫টি অ্যাডভ্যান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম বা অ্যাডাস বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত, যার মধ্যে রয়েছে প্যারালাল পার্কিং, রিমোট কন্ট্রোল পার্কিং, হাই-স্পিড পাইলট, লাইট ট্র্যাফিক অ্যাসিস্ট এবং ব্লাইন্ড স্পট মনিটরিং। গাড়িটি ভারতে লঞ্চ হবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানায়নি টয়োটা।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.