লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

SBI Asmita Scheme: বিনা গ্যারান্টিতে মিলবে একদম সস্তার লোন, দারুণ স্কিম আনল SBI | State Bank Of India Loan Scheme

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: মহিলাদের জন্য রইল দারুণ সুখবর। আসলে নারী দিবসের আবহে দেশের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দারুণ একটি স্কিম (SBI Asmita Scheme) এনেছে। এই স্কিমের দরুন দারুণভাবে লাভবান হবেন মহিলা গ্রাহকরা। দেশের বৃহত্তম ঋণদাতা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) ২০২৫ সালের আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের জন্য একটি বিশেষ প্রকল্প চালু করেছে। এসবিআই-এর নতুন প্রকল্পটি মহিলা উদ্যোক্তাদের জন্য একটি ভালো প্রকল্প হিসেবে উঠে আসতে পারে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

SBI -এর নতুন স্কিম

২০২৫ সালের নারী দিবস উপলক্ষে, এসবিআই ‘এসবিআই অস্মিতা’ নামে এই স্কিমটি চালু করেছে। এছাড়াও, ব্যাংকটি এই স্কিমের অধীনে মহিলাদের জন্য কম সুদের হারে অর্থায়নের বিকল্প প্রদান করবে। এটি একটি অসুরক্ষিত ডিজিটাল ঋণ পণ্য, যা কম সুদের হারে নারী উদ্যোক্তাদের তহবিল সরবরাহ করে।

READ MORE:  EPFO New Rules: স্বল্পমেয়াদী চাকরিতেও ন্যূনতম ৫০০০০ টাকা ভাতা দেবে EPFO | Employees' Provident Fund Organisation New Rules

এই লঞ্চটি এমন এক সময়ে শুরু হয়েছে যখন ট্রান্সইউনিয়ন সিআইবিআইএল জানিয়েছে যে মহিলারা ব্যবসায়িক ঋণ নিতে কম আগ্রহী। পরিবর্তে তারা ব্যক্তিগত বা ভোগের উদ্দেশ্যে ঋণ নিতে পছন্দ করে। প্রতিবেদন অনুসারে, মহিলাদের গৃহীত ঋণের মাত্র ৩ শতাংশ ছিল ব্যবসায়িক উদ্দেশ্যে, যার মধ্যে ৪২ শতাংশ ছিল ব্যক্তিগত ঋণ, ভোক্তা টেকসই ঋণ, গৃহ মালিকানার মতো ব্যক্তিগত আর্থিক পণ্যের জন্য এবং ৩৮ শতাংশ সোনার বিনিময়ে নেওয়া হয়েছিল।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কী বলছেন SBI চেয়ারম্যান?

এসবিআই চেয়ারপারসন সিএস শেট্টি বলেন, নতুন এই প্রকল্পটি ডিজিটাল এবং স্ব-উদ্যোগী প্রক্রিয়ার মাধ্যমে নারী-নেতৃত্বাধীন ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ইউনিটগুলিকে দ্রুত এবং সহজে অর্থায়ন প্রদান করবে। ব্যাংকের এমডি বিনয় টোনসে এই প্রকল্পটিকে প্রযুক্তিগত উদ্ভাবন এবং সামাজিক প্রকৌশলের মিশ্রণ হিসেবে বর্ণনা করেছেন।

READ MORE:  Reserve Bank Of India: আরও সস্তা হতে পারে EMI, হোম লোন! সুখবর দিতে চলেছে RBI | RBI May Cut Repo Rate Again

এর পাশাপাশি, এসবিআই রূপে চালিত নারী শক্তি প্ল্যাটিনাম ডেবিট কার্ডও চালু করেছে, যা বিশেষভাবে মহিলাদের জন্য তৈরি একটি কার্ড। এই প্রকল্পটি বিভিন্ন ক্ষেত্রের মহিলাদের চাহিদা পূরণ করবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.