Vivo Y300 Pro Plus Specification: স্ন্যাপড্রাগন প্রসেসর সহ 7500mAh ব্যাটারি, Vivo Y300 Pro+ দুর্দান্ত ফিচার সহ বাজারে আসছে | Vivo Y300 Pro Plus Price

আগামী ১৪ মার্চ চীনে লঞ্চ হতে চলেছে Vivo Y300i। এটি Vivo Y39 5G এবং T4x এর কিছুটা পরিবর্তিত ভার্সন হবে, যেগুলি সম্প্রতি মালয়েশিয়া এবং ভারতে পা রেখেছে। Vivo Y300i ছাড়াও Y300 সিরিজে আরও বেশ কয়েকটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে একটি হবে Y300 Pro +। আজ চীনের এক টেক ব্লগার আসন্ন ফোনটির কিছু বিশেষ স্পেসিফিকেশন শেয়ার করেছেন। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

READ MORE:  Flipkart OMG Sale: পুরো ৯০০০ টাকা সস্তা, ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Vivo V40e 5G অবিশ্বাস্য দামে | Vivo V40e 5G Limited Time Discount Offer

Vivo Y300 Pro+ এর স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)

টিপস্টার পান্ডা ইজ বাল্ডের মতে, ভিভো ওয়াই৩০০ প্রো প্লাস স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭৩২০ এমএএইচ রেটেড ব্যাটারি থাকবে, যা কোম্পানির তরফে ৭৫০০ এমএএইচ ব্যাটারি বলে বিজ্ঞাপন দেওয়া হবে।

ভিভো ওয়াই৩০০ প্রো প্লাস ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য ৩২ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে। ডিভাইসটির পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। আপাতত ওয়াই৩০০ প্রো প্লাস সম্পর্কে এই তথ্যগুলি জানা গেছে।

READ MORE:  লঞ্চের পর প্রথমবার কেনার সুযোগ iPhone 16e, নো কস্ট ইএমআই সহ রয়েছে লোভনীয় অফার

তবে বলার অপেক্ষা রাখে না যে, Vivo Y300 Pro+ হবে Y300 সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন। এই সপ্তাহে, ব্র্যান্ডটি চীনে Y300i লঞ্চ করবে। মিড রেঞ্জের এই 5G স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপ দেওয়া হবে। আর চলতি মাসের শেষে বা এপ্রিলের শুরুতে চীনে প্লাস মডেলটির উপর থেকে পর্দা সরানো হতে পারে।

Vivo Y300 Pro+ এর সম্ভাব্য দাম

সম্প্রতি চীনে লঞ্চ হওয়া ভিভো ওয়াই৩০০ প্রো এর বেস মডেলের দাম শুরু হয়েছে ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২১,৭০০ টাকা) থেকে। এক্ষেত্রে ওয়াই৩০০ প্রো প্লাস এর প্রারম্ভিক মূল্য ২,০০০ ইউয়ান (প্রায় ২৪,০০০ টাকা) হতে পারে।

READ MORE:  সামনে ও পিছনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, Vivo V40 5G এখন ৮০০০ টাকা সস্তা

আরো পড়ুন:

  1. একঝাঁক স্মার্টফোন থেকে শুরু করে ট্যাব, Xiaomi লঞ্চ করছে চমকপ্রদ সব ডিভাইস
  2. স্মার্টফোনে আসক্ত সবাই, ডিজিটাল ডিটক্স কেন জরুরি? ৩ দিনে হাতেনাতে মিলবে ফল
  3. নতুন স্মার্টফোন নিয়ে কামব্যাক করল HTC, জলের দরে বিশাল স্ক্রিন ও 50MP ক্যামেরা