Xiaomi 16 Pro: শাওমির স্মার্টফোনে এবার 3D প্রিন্টিং প্রযুক্তি! কী সুবিধা পাবেন জেনে নিন | Xiaomi 16 Pro Launch Date

Xiaomi 15 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গত সপ্তাহে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এই লাইনআপ আগামী ১১ মার্চ ভারতে পা রাখবে। কিন্তু তার আগেই শাওমির নেক্সট জেনারেশন ফ্ল্যাগশিপ ফোনগুলি নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। শুনতে অবাক লাগলেও এর মধ্যেই Xiaomi 16 সিরিজ সম্পর্কে তথ্য ফাঁস হতে শুরু করেছে। শোনা যাচ্ছে, Xiaomi 16 Pro মডেলটিতে 3D বা ত্রিমাত্রিক পদ্ধতিতে প্রিন্টেড ফ্রেম থাকতে পারে।

READ MORE:  দারুন অফার, Redmi, Vivo, Oppo এর ২০০, ১০৮ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন ২০ হাজার টাকার মধ্যে

Xiaomi 16 Pro ফোনে থাকবে 3D প্রিন্টেড ফ্রেম

TF সিকিউরিটিজ ইন্টারন্যাশনালের বিশ্লেষক মিং-চি কুও দাবি করেছেন যে, Xiaomi 16 Pro-তে চীনা প্রতিষ্ঠান ব্রাইট লেজার টেকনোলজিসের 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি মেটাল মিড-ফ্রেম থাকবে। কাঠামোগত শক্তির সাথে আপস না করেই এই ডিজাইন ফোনের ওজন কমাতে পারে এবং থার্মাল পারফরম্যান্স বা তাপীয় কর্মক্ষমতা উন্নত করতে পারে।

READ MORE:  Redmi K90 Processor: কম বাজেটের ক্রেতাদের জন্য সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ ফোন আনছে Redmi, প্রসেসরে বড় চমক | Redmi K90 Launch Date

তবে, প্রচলিত উৎপাদন পদ্ধতির তুলনায় থ্রিডি প্রিন্টিংয়ে খরচ বেশি। সঙ্গে সময়ও বেশি লাগে৷ এটি স্তরে স্তরে বস্তু তৈরি করে, যার ফলে উৎপাদন ধীর হয়ে যায়। তবে কুওর মতে, স্মার্টফোন কোম্পানিগুলি আস্তে ত্রাস্তে থ্রিডি প্রিন্টিং পদ্ধতির দিকে ঝুঁকতে পারে, যদি এর সুবিধাগুলি খারাপ দিকগুলির চেয়ে বেশি হয়। উল্লেখ্য, বিশ শতকের গোড়ায় শার্প প্রথম গ্লাস-ফ্রি থ্রিডি ডিসপ্লে যুক্ত ফোন তৈরি করেছিল।

READ MORE:  Snapdragon 8 Elite 2: অ্যাপলকে পঁচিশ সালেই টপকে যেতে পারে Xiaomi, কী ভেল্কি দেখাবে এই চীনা সংস্থা? | Xiaomi 16 Ultra Specification

ওই কনসেপ্টকে এখনও সময়ের থেকে এগিয়ে বলে গণ্য করা হয়। এদিকে সাম্প্রতিক ডিভাইসগুলির মধ্যে অন্যতম হল ZTE Nuia Pad 3D, যা গ্লাসমুক্ত থ্রিডি স্ক্রিন অফার করে। মনে রাখা দরকার, থ্রিডি প্রিন্টেড স্মার্টফোন ফ্রেম সত্যিকারের থ্রিডি ডিসপ্লে তৈরির মতো জটিল নয়, তবে এই পদ্ধতির ব্যাপক ব্যবহার শুরু হতে এখনও অনেক সময় লাগতে পারে।

Scroll to Top