Tata Harrier EV: ২০২৫ সাল টাটার নামে লিখে রাখুন, গাড়ির বাজার কাঁপাতে শীঘ্রই লঞ্চ হবে হ্যারিয়ার ইভি | Tata Harrier EV Launch Date

অবশেষে প্রোডাকশন-রেডি Harrier EV মডেল প্রকাশ্যে আনল টাটা মোটরস। পুণের কারখানায় গাড়িটির উপর থেকে পর্দা সরানো হয়েছে। অর্থাৎ লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। এই ইলেকট্রিক এসইউভি Acti.ev প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি এবং বেস মডেলের দাম প্রায় ২৫ লক্ষ টাকা হতে পারে বলে আশা করা হচ্ছে। দেশের গাড়ি বাজারে BYD Atto 3 এবং Mahindra XEV 9e-এর সাথে প্রতিযোগিতা করবে এই গাড়ি।

READ MORE:  Ultraviolette F77 Super Street Price: ইলেকট্রিক বাইক কিনবেন ভাবছেন? একটু অপেক্ষা করুন, 5 মার্চ বড় চমক আসছে | Ultraviolette F77 Mach 2 Price

Tata Harrier EV: ডিজাইন

বাইরের ডিজাইন : এই ইভি সংস্করণ পেট্রল মডেলের তুলনায় কিছুটা আলাদা হতে চলেছে। নতুন বাম্পার, গ্রিল এবং কানেক্টটেড LED DRL থাকবে গাড়িতে, যা একপ্রকার প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে পারে ক্রেতাদের। যদিও হেডল্যাম্প এবং ফগ ল্যাম্পগুলি অপরিবর্তিত থাকতে পারে বলে জানা গিয়েছে।

অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে SUV-তে নতুন ডিজাইন করা অ্যারো-অপ্টিমাইজড ৫ স্পোক অ্যালয় হুইল এবং সামনের দরজায় একটি EV ব্যাজ দেওয়া হয়েছে। পেট্রল মডেলের তুলনায় আলাদা এই কারণে, গাড়িতে ‘হ্যারিয়ার EV’ ব্যাজিং, স্লিভার স্কিড প্লেট এবং একটি বিফ-আপ রিয়ার বাম্পার থাকবে। পাশাপাশি পাওয়া যাবে, একটি শার্ক ফিন অ্যান্টেনা, গাড়ির ছাদে রিয়ার স্পয়লার এবং কানেক্টটেড LED টেলল্যাম্প।

READ MORE:  Keeway K300 SF: ক্রেতাদের জন্য সুখবর! একলাফে 60 হাজার টাকা কমল 300 সিসি মোটরসাইকেলের দাম | Keeway K300 SF Launched

Tata Harrier EV : ফিচার্স

ভিতরের ডিজাইন : টাটা হ্যারিয়ার ইভির কেবিন লেআউট পেট্রল সংস্করণের মতোই থাকবে, তবে থিম আলাদা হবে। ফিচার্স পাওয়া যাবে, ১২.৩ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, একটি ১০.২৫ ইঞ্চি সম্পূর্ণ ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, প্যানোরামিক সানরুফ, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট এবং পাওয়ারড টেলগেট।

নিরাপত্তার জন্য থাকবে লেভেল ২ অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা অ্যাডাস, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, হিল হোল্ড অ্যাসিস্ট, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, ফ্রন্ট এবং রিয়ার পার্কিং সেন্সর, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, ইবিডি সহ এবিএস এবং একাধিক এয়ারব্যাগ।

READ MORE:  এপ্রিলের পর আর পাবেন না, আচমকা বন্ধ হয়ে যাচ্ছে মারুতি সুজুকির এই গাড়ি

Scroll to Top