রেডমি, রিয়েলমিদের মতো ব্র্যান্ডকে টক্কর দিতে Samsung গত কয়েকবছর ধরে দুর্দান্ত ফিচারের সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন বাজারে আনছে। এরমধ্যে অন্যতম Samsung Galaxy A06। ডিভাইসটি ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন লাভ করেছে। আপনি যদি এই ফোনটি কিনতে চান তাহলে সুখবর। কারণ এখন এটি লঞ্চের সময়ের থেকে আরও কম দামে কেনা যাচ্ছে। ই-কমার্স সাইট, অ্যামাজন থেকে সস্তায় বিক্রি হচ্ছে স্মার্টফোনটি।
Samsung Galaxy A06 এর দাম ও অফার
স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোনের ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১১,৪৯৮ টাকায় লঞ্চ হয়েছিল। তবে বর্তমানে এটি কম দামে কেনা যাচ্ছে। অ্যামাজনে এটি এখন ৮,৬৫৫ টাকায় তালিকাভুক্ত। ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে আরও ১,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ এটি ৭,৬৯৯ টাকায় পাওয়া যাবে।
Samsung Galaxy A06 এর স্পেসিফিকেশন ও ফিচার
স্যামসাং গ্যালাক্সি এ০৬ ডিভাইসে ৬.৭ ইঞ্চি HD+ ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ। ডিসপ্লেটির রেজোলিউশন ৭২০x১৬০০ পিক্সেল। পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে। ফোনটি ২ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড ওএস আপডেট পাবে।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A06 হ্যান্ডসেটে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।