লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

১লা এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে UPI পরিষেবা, লেনদেন চালাতে এখনই এই কাজটি করুন

Published on:

বর্তমান যুগে ডিজিটাল লেনদেন আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সে Google Pay বলুন কিংবা PhonePe, UPI অ্যাপ ব্যবহার না করে একটা দিনও কাটতে পারে না। কিন্তু ১লা এপ্রিল, ২০২৫ থেকে UPI পরিষেবায় আসছে বড়সড় পরিবর্তন। যদি আপনার মোবাইল নাম্বার আপডেট না থাকে তাহলে আপনি আর UPI লেনদেন করতে পারবেন না। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই।

কী এই নতুন নিয়ম?

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ঘোষণা করেছে যে, ১লা এপ্রিল, ২০২৫ থেকে এই নতুন নিয়ম চালু করা হবে। এই নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলি যে সমস্ত মোবাইল নাম্বার বন্ধ হয়ে গেছে বা নাম্বারগুলি নতুন কারো কাছে চলে গেছে, সেগুলি UPI থেকে সরিয়ে দেবে। এর ফলে ভুল ট্রানজেকশন এবং প্রতারণার হার অনেকটাই কমবে।

READ MORE:  EPFO: ৭ গুণ বাড়বে পেনশন, সঙ্গে যুক্ত হবে DA-ও! লটারি লাগতে চলেছে অবসরপ্রাপ্ত কর্মীদের | May Pension Hike And Dearness Allowance Add

কোন কোন নাম্বারে কাজ করবে না UPI?

NPCI-এর বক্তব্য অনুযায়ী, যে সমস্ত নাম্বার বন্ধ হয়ে গেছে, সেগুলিতে আর UPI কাজ করবে না। এছাড়া যেসব নাম্বার অন্য কাউকে পুনরায় ইস্যু করে দেওয়া হয়েছে বা যদি মোবাইল নাম্বার ও অ্যাকাউন্টের মালিকানা ভিন্ন হয়ে যায়, সেই নাম্বারে আর UPI কাজ করবে না।

আপনার জন্য কী করনীয়?

UPI লেনদেন চালু রাখার জন্য অবশ্যই নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • আপনার মোবাইল নাম্বার আপডেট করা আছে কিনা তা UPI অ্যাপে গিয়ে নিশ্চিত করুন।
  • UPI অ্যাপে প্রয়োজনীয় অনুমতি দিন।
  • যদি নাম্বার পরিবর্তন করে থাকেন তাহলে নতুন নাম্বার UPI-তে আপডেট করুন।
READ MORE:  Fixed Deposit: ৯% সুদ! ফিক্সড ডিপোজিট চোখ ধাঁধানো রিটার্ন দিচ্ছে এই ব্যাংকগুলি | These 9 Small Finance Banks Are Giving Highest Interest Of 9% In Fixed Deposit

কেন এই পরিবর্তন আনা হচ্ছে?

বর্তমানে অনেক গ্রাহক তাদের পুরনো নাম্বারের মাধ্যমে UPI ব্যবহার করছেন, যা নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি করছে। NPCI-এর ২০২৪ সালের জুলাই মাসের বৈঠকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রচারণা এড়াতে নিয়মিত UPI তথ্য আপডেট করতে হবে। তাই ব্যাংক এবং UPI পরিষেবা প্রদানকারীদের নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা যেন প্রতি সপ্তাহে মোবাইল নাম্বার আপডেটের একটি তালিকা তৈরি করে। 

নাম্বার আপডেট না করলে কী হবে?

যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার নাম্বার আপডেট না করেন, তাহলে নিম্নলিখিত সমস্যাগুলি দেখা যেতে পারে-

  • Google Pay, PhonePe বা অন্য যেকোন UPI অ্যাপ বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ, লেনদেন করতে পারবেন না।
  • পুরনো নাম্বারের সঙ্গে UPI আইডি কাজ করবে না।
  • নতুন নাম্বার দিয়ে আপনাকে পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে। 
READ MORE:  Gold And Silver Price Today: টানা বাড়ছে সোনার দাম, ওদিকে রুপো দিচ্ছে সুখবর! আজকের রেট | Know Gold And Silver Rate Today

তাই আপনি যদি নিয়মিত UPI লেনদেন চালিয়ে যেতে চান, তাহলে দ্রুত আপনার মোবাইল নাম্বার আপডেট করুন এবং UPI অ্যাপের প্রয়োজনীয় অনুমতি প্রদান করুন। নাহলে ১লা এপ্রিল, ২০২৫ থেকে  Google Pay, PhonePe-তে আর পেমেন্ট করতে পারবেন না।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.