Vivo Holi Sale: চার চারটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, হোলির আগে Vivo V40 Pro 5G এর দাম কমলো | Vivo V40 Pro 5G Discount

ভিভোর ভি সিরিজের ফোনগুলি ক্যামেরার জন্য সেরা। তাই আপনি যদি কোনো ক্যামেরা স্মার্টফোন কিনতে চান তাহলে এই সিরিজের যেকোনো একটি ডিভাইস কিনতে পারেন। আর এই মুহূর্তে এই সিরিজের Vivo V40 Pro 5G ফোনটি ডিসকাউন্ট অফারে পাওয়া যাচ্ছে। এটি ৮,০০০ টাকা ছাড়ে কিনে নেওয়া যাবে। ফিচারের কথা বললে, এই হ্যান্ডসেটের আছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আসুন Vivo V40 Pro 5G কি কি অফারে পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

READ MORE:  Vivo V50 Camera: 6000mah ব্যাটারি ও 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার অনবদ্য ফোন Vivo V50 দেশে এল | Vivo V50 Launched India

Vivo V40 Pro 5G এর দাম ও ফ্লিপকার্টে অফার

ভিভো ভি৪০ প্রো ৫জি এর ১২ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬০,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টে এটি এখন ৫,০০০ টাকা ছাড়ে ৫৫,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। অন্যান্য ডিসকাউন্ট অফারের কথা বললে, ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ৩,০০০ টাকা ছাড়ও পাওয়া যাবে। এক্ষেত্রে আপনি এই মডেলটি ৫২,৯৯৯ টাকায় কিনতে পারবেন।

READ MORE:  Oppo Reno 13 5G Sky Blue Launched: হোলিতে চোখ জুড়ানো নতুন রঙে পাওয়া যাবে Oppo Reno 13 5G স্মার্টফোন, রয়েছে ৫১২ জিবি স্টোরেজ | Oppo Reno 13 5G Sky Blue Colour Variant Price

Vivo V40 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ভি৪০ প্রো ৫জি ফোনে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেজোলিউশন ২৮০০ × ১২৬০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস ৪৫০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে কাজ করে। ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য এতে আইপি৬৮ রেটিং আছে।

READ MORE:  OnePlus Ace 5S Specification: 7,000mAh ব্যাটারির দুর্দান্ত ফোন আনছে OnePlus, সাথে থাকবে অসাধারণ প্রসেস | OnePlus Ace 5S Display

ফটোগ্রাফির জন্য Vivo V40 Pro 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার প্রাইমারি ক্যামেরা হল ৫০ মেগাপিক্সেল Sony IMX921 সেন্সর। এছাড়াও এতে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর ও ৫০ মেগাপিক্সেল আরেকটি সেন্সর উপস্থিত। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Scroll to Top