সোশ্যাল মিডিয়ার সৌজন্যে বিভিন্ন ঘটনার কথা আমরা জানতে পারি আর এবার তেমনই এক দুঃসাহসিক ডাকাতির খবর সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে ভারতবর্ষের অন্যতম গয়না প্রস্তুতকারক সংস্থা তানিশকের (Tanishq) বিপণীতে। ঘটনাটি বিহারের।
জানা গেছে বিহারের ভোজপুরের আরায় ঘটে এই দুঃসাহসিক ডাকাতি। প্রায় ২৫ কোটি টাকার সোনার গয়না খোয়া গেছে বলে জানা গেছে। এই বিষয়ে জানা গেছে ডাকাতের আনুমানিক বয়স খুব একটা বেশি নয় এবং এই কাজে তারা যে তেমন একটা সিদ্ধহস্ত নয় সেটাও জানা গেছে কারণ তাদের কারোরই মুখ ঢাকা ছিল না।
অত্যন্ত সাধারণ পোশাক পড়ে বিপণীতে ঢুকেছিল তারা। ডাকাতির পর পুলিশের সঙ্গে রীতিমতো গুলির লড়াই হয় দুষ্কৃতীদের। এই ঘটনায় পুলিশের হাতে ধরা পড়ে যায় বিশাল গুপ্ত এবং কুণাল কুমার নামে দুই অভিযুক্ত। তবে তাদের সঙ্গী দুষ্কৃতীরা গয়না নিয়ে পালাতে সক্ষম হয়।
https://x.com/SachinGuptaUP/status/1899055926826463653
ইতিমধ্যেই বাকি চারজনকে ধরার জন্য সিট গঠন হয়েছে। বিপণীতে লাগানো সিসিটিভি ফুটেজ এবং তার আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রত্যেক তরুণের হাতেই ছিল আগ্নেয়াস্ত্র। তবে হাতে বন্দুক থাকলেও কারোর মুখেই ছিল না মুখোশ।
এমনকি বিপণীতে থাকা কর্মীদের মারধর পর্যন্ত করে তারা। তাদের হুমকি দিয়েই প্রচুর দামি গয়না তারা ব্যাগ ভরে নিয়ে বেরিয়ে যায়। গোটা ঘটনাটাই ভাইরাল হয়েছে ওই বিপণীতে থাকা সিসিটিভি ফুটেজ থেকে। ইতিমধ্যেই দুষ্কৃতীদের ধরার দাবি জোরালো হয়েছে।