Champions Trophy 2025: চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ‘নীরব নায়ক’ কে? নাম জানিয়ে দিলেন রোহিত শর্মা | Rohit Sharma Announced The Name Of Unsung Hero Of Team India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গতবছর যাঁকে দল থেকে ছেঁটে ফেলেছিল কলকাতা নাইট রাইডার্স, সেই খেলোয়াড়ই এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে (Champions Trophy 2025) নীরবতা বজায় রেখে ভারতের সাফল্যের সঙ্গী হয়েছেন। এক কথায়, যাঁকে বলা যায়, টিম ইন্ডিয়ায় নীরব নায়ক। অধিনায়ক শর্মার গলাতেও উঠে এসেছে সেই ভারতীয় তারকার নাম। অধিনায়কও স্বীকার করেছেন 12 বছর পর কিউইদের হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জয়ে তাঁর অবদান কতটা।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কাকে ভারতের নীরব নায়ক বললেন রোহিত?

রবিবার মরুদেশের ফাইনালে সমস্ত অপবাদ ঘুচিয়ে বড় রানের ইনিংস খেলেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। এদিন তাঁর রানের কাঁধে চেপেই কার্যত ফাইনাল জিতেছে মেন ইন ব্লু। এমতাবস্থায়, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে মহেন্দ্র সিং ধোনির পর রোহিত শর্মাই জাতীয় দলের দ্বিতীয় সফল অধিনায়ক। এবার সেই মহারথীর গলাতেই শোনা গেল টিম ইন্ডিয়া নীরব নায়কের নাম।

READ MORE:  India Vs New Zealand Final: বাদ জাদেজা! খেলবেন হার্দিক? কিউইদের বিরুদ্ধে এমন একাদশ নামাতে পারে ভারত | Possible Playing 11 Of India For Final

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিত জানিয়েছিলেন তাঁকে ঘিরে চলা সমস্ত অবসর প্রসঙ্গ কথায় গুজব। তিনি আপাতত জাতীয় দল ছাড়ছেন না। রোহিতের গলায় এমন প্রতিশ্রুতি শুনে একপ্রকার হাঁফ ছেড়ে বাঁচেন ভক্তরা। এবার সেই মহাতারকার গলাতেই শোনা গেল টিম ইন্ডিয়ার নীরব নায়কের প্রসঙ্গ। এদিন টিম ইন্ডিয়ার হয়ে গুরুত্বপূর্ণ যোগদান রাখা ভারতীয় তারকা শ্রেয়স আইয়ারকে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের নেপথ্যে কার্যত দায়ী করে তাঁকে নীরব নায়ক বলে অভিহিত করেন শর্মা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

চ্যাম্পিয়নস ট্রফিতে আইয়ারের কীর্তি

রবিবার দুবাইয়ের মাঠে দলের কঠিন সময়ে 48 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন ভারতীয় তারকা শ্রেয়স আইয়ার। এদিন কিউইদের বিরুদ্ধে দাঁড়িয়ে থেকে দলকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দিয়েছিলেন তিনি। তবে শুধু ফাইনালেই নয়, গোটা মরসুমেই ব্যাট হাতে জাতীয় দলের হয়ে বিশেষ যোগদান রেখেছেন আইয়ার।

READ MORE:  India Vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে বিরাট সিদ্ধান্ত কোহলির, চাপে পড়বেন বাবররা | Virat Kohli's Big Decision Before Pakistan Match

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের মঞ্চে 45 রান, কিউইদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে 79 রান, রিজওয়ান অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে 56 রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। কাজেই বলা যায়, কার্যত চুপ থেকে ভারতের হয়ে ধারাবাহিকভাবে আসল কাজটা করে গিয়েছেন শ্রেয়স। এ মরসুমে তাঁর ব্যাট থেকে 243 রানের বড় যোগদান পেয়েছে টিম ইন্ডিয়া।

READ MORE:  কেউ দেয়নি দর! একদা KKR, টিম ইন্ডিয়ার হয়ে মাঠ কাঁপানো প্লেয়ার চললেন অন্য দেশে খেলতে

অবশ্যই পড়ুন: জুনেই বড় পরীক্ষা ভারতের! প্রতিপক্ষ এই শক্তিশালী দল, রইল নতুন সিরিজের সূচি

আইসিসির সেরা একাদশে চতুর্থ আইয়ার

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশ ঘোষণা করা হয়েছে। যেই তালিকায় সেরা ওপেনার হিসেবে 251 রান নিয়ে শীর্ষে জায়গা পেয়েছেন কিউই অলরাউন্ডার রাচীন রবীন্দ্র। তবে তালিকার চতুর্থ নম্বরে বিরাটের পরই নাম রয়েছে ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ারের। গোটা মিনি বিশ্বকাপে খেলোয়াড়ের পারফরমেন্সকে গুরুত্ব দিয়ে তাঁকে সেরা একাদশে রেখেছে আইসিসি। বলে রাখি, নিউজিল্যান্ড তারকা রবীন্দ্রর পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে আইসিসির একাদশে জায়গা হয়েছে আইয়ারের।

Scroll to Top