Vivo Y300 Pro Plus Feature: শুনলে বিশ্বাস হবে না! 7,320mAh ব্যাটারির অবিশ্বাস্য শক্তিশালী ফোন লঞ্চ করছে Vivo

Vivo Y300i গতকাল Snapdragon 4 Gen 2 প্রসেসর এবং ৬,৫০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে। ফোনটি ভিভোরই দুই মডেল Y39 5G ও T4x-এর সামান্য মডিফায়েড সংস্করণ বললে ভুল হবে না। আবার এই Y300 সিরিজে আরও একাধিক স্মার্টফোন বাজারে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছে। আপকামিং মডেলগুলির মধ্যে একটি হল Vivo Y300 Pro+। এতে ৭,৩২০ এমএএইচ ক্ষমতার বিশাল ব্যাটারি পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

READ MORE:  একধাক্কায় বিশাল সস্তা হল Realme-র দুর্দান্ত স্মার্টফোন, মিলছে 3 হাজার টাকা ডিসকাউন্ট

Vivo Y300 Pro+ স্পেসিফিকেশন (সম্ভাব্য)

এক চীনা টিপস্টার ভিভোর এই স্মার্টফোনের কিছু মেজর স্পেসিফিকেশন ফাঁস করেছেন। তাঁর দাবি, Vivo Y300 Pro+ চলবে Snapdragon 7s Gen 3 প্রসেসরে। এতে ৭,৩২০ এমএএইচ ব্যাটারি থাকবে যা হল রেট ভ্যালু। আর ব্যাটারির স্বাভাবিক মান প্রায় ৭,৫০০ এমএএইচ হতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনের দিকে একটি ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে।

READ MORE:  Xiaomi 15 Ultra Camera: শাওমির 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোনে বাজার কাঁপছে, ফিচার্স শুনলে থ হয়ে যাবেন! | Xiaomi 15 Ultra Launch Date February 26

ডিভাইসটির পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে এবং প্রাইমারি ক্যামেরা সেন্সরটি ৫০ মেগাপিক্সেলের হবে। এছাড়া, Y300 Pro+ সম্পর্কে আর কোনও তথ্য সামনে আসেনি। উল্লেখ্য, এটি Vivo Y300 সিরিজের সবচেয়ে পাওয়ারফুল মডেল হবে। এই লাইনআপে ইতিমধ্যেই Y300, Y300 Pro, এবং Y300i লঞ্চ হয়েছে। সিরিজের চতুর্থ মডেলটি এপ্রিলেই আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, গতকাল চীনে রিলিজ করা Vivo Y300i স্মার্টফোনে ৬.৬৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ, অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, SGS ফাইভ-স্টার ড্রপ ও ফল রেজিট্যান্স সার্টিফিকেশন, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং, ৬,৫০০ এমএএইচ ব্যাটারি, ও আইপি৬৪ রেটিং আছে।

READ MORE:  Best Flagship Smartphone: সদ্য লঞ্চ হওয়া Samsung Galaxy S25 5G ফোনে ১৫ হাজার টাকা ছাড়, এখানে জবরদস্ত অফার

Scroll to Top