লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

রোগা হতে হবে! তাই শুধুই জল খেয়ে থাকতেন শ্রীনন্দা! কঠিন রোগে আক্রান্ত হয়ে মর্মান্তিক মৃত্যু

Published on:

বর্তমান সময়ে দাঁড়িয়ে কমবেশি সবাই স্বাস্থ্য সচেতন। কোন খাবারে কতটা কি পরিমাণ আছে তা জেনে এখন খাওয়া দাওয়া করার এক বিশেষ রীতি চালু হয়েছে। শরীরে যেন কোন‌ও কিছুই মাত্রাতিরিক্ত না চলে যায়। একইসঙ্গে শুরু হয়েছে বিভিন্ন রকম ডায়েট। যার বিভিন্ন রকমফের নাম।

তবে কিছু কিছু মানুষ আবার রোগা হওয়ার জন্য কঠিন রকমের ডায়েট করে থাকেন। আর যার ফল স্বরূপ শরীরে নেমে আসে ভয়ংকর সব রোগ শেষে মৃত্যু‌। জিম, যোগার পাশাপাশি কঠিন ডায়েটেও বহু মানুষ রোগা হয়েছেন তবে সবকিছুই একটা নির্দিষ্ট সীমা রয়েছে। মাত্রাতিরিক্ত কোন‌ও কিছুই ভালো নয়।

READ MORE:  প্রায় ২ কোটি রেশন কার্ড বাতিল করে চার হাজার কোটি বাঁচাল পশ্চিমবঙ্গ সরকার

আর তাই রোগা হতে হলে সঠিক নিয়ম সঠিক পদ্ধতি অবলম্বন করেই হওয়া উচিত। তার জন্য বিভিন্ন চিকিৎসক রয়েছেন পুষ্টিবিদ রয়েছেন তাদের মতামত নিয়ে অবশ্যই উচিত। সম্প্রতি এমন একটি ঘটনার কথা জানা গেছে যা শুনলে আপনার মন ভাঙতে বাধ্য। শুধুমাত্র রোগা হওয়ার চক্করে পড়ে মৃত্যু হল এক তরুণীর। ভয়ংকর রকমের ডায়েটের শিকার ছিলেন তরুণী।

শুধুমাত্র জল খেতেন। হ্যাঁ ২৪ ঘণ্টায় তার খাদ্য বলতে একমাত্র ছিল জল। ইউটিউবের উপর নির্ভরশীল হয়ে দিনের পর দিন জল খেয়ে রোগা হওয়ার চেষ্টা করছিলেন তিনি। যার ফলে ‘অ্যানোরেক্সিয়া’ নামক রোগে আক্রান্ত হয়ে মারা যান ওই তরুণী। ঘটনাটি ঘটেছে কেরালার কন্নুরের কুথুপরম্বরে।

READ MORE:  Deepseek R1: কীভাবে কাজ করে Deepseek, গোটা বিশ্বে তোলপাড় ফেলা এই AI কী কী কাজ করতে পারে? | Chinese AI DeepSeek Challenges ChatGPT and NVIDIA See How to Use

শ্রীনন্দা ‘ইটিং ডিস‌অর্ডারে’ আক্রান্ত হয়ে পড়েছিলেন। এই রোগে আক্রান্তরা সাধারণত নিজেদের খাদ্যাভাস এবং ওজন নিয়ে ভীষণ রকম চিন্তা করে থাকে। চেহারা রোগা হলেও তারা নিজেদের মনে করে মোটা। ভাবতে থাকে কিছু খেলেই সে মোটা হয়ে যাবে। শ্রীনন্দার পরিবার সূত্রে খবর দীর্ঘ পাঁচ-ছয় মাস ধরে এই রোগে আক্রান্ত ছিলেন তিনি।

এমনকি তিনি যে খাওয়া-দাওয়া ছেড়েছেন তা তার পরিবারের লোকও জানত না। পুলিশ জানিয়েছে, প্রায় পাঁচ মাস আগে শ্রীনন্দাকে এই কারণবশত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মনোবিদ দেখানোর পাশাপাশি খাবার খাওয়ার পরামর্শ দেন। এমনকি তাকে মনোবিদ দেখানোরও পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তিনি খাবার খেতেন না। দীর্ঘদিন গরম জল পান করে বেঁচেছিলেন। শেষে তার ওজন গিয়ে দাঁড়ায় ২৪ কেজিতে। ওঠার, হাঁটার, দাঁড়ানোর ক্ষমতা হারিয়েছিলেন। তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। অতঃপর তাকে আর বাঁচানো যায়নি।

READ MORE:  আরও মসৃণ পাহাড়ে যাওয়া, উত্তরবঙ্গে তৈরি হবে নতুন সেতু, রাজ্যকে প্রস্তাব NHAI-র

Eating disorder, death, Kerala girl

 

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.