Samsung Galaxy F06 5G Launched: রেডমি-রিয়েলমিদের খেলা শেষ, 10 হাজারের মধ্যে অনবদ্য 5G ফোন লঞ্চ করল Samsung | Samsung Galaxy F06 5G Price

Samsung Galaxy F06 5G অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হল। এন্ট্রি-লেভেল 5G সেগমেন্টকে লক্ষ্য করে ফোনটির আগমন ঘটেছে। দেশের বাজারে দাম ১০,০০০ টাকারও কম রাখা হয়েছে। বাজেট ফোন হওয়া সত্ত্বেও, হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে, ৪ বছরের অপারেটিং সিস্টেম আপগ্রেড, ও ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অফার করছে কোম্পানি। চলুন Galaxy F06 5G-এর দাম সহ বিস্তারিত জেনে নেওয়া যাক।

Samsung Galaxy F06 5G: স্পেসিফিকেশন ও ফিচার্স

স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ৬.৭ ইঞ্চি পিএলএস এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ ও সর্বোচ্চ ব্রাইটনেস ৮০০ নিট। মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসরে চলে এই ফোন। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। ফোনটিতে অ্যান্ড্রয়েড ১৫-এর পাশাপাশি ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিন আছে। স্যামসাং চার বছরের জন্য অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।

READ MORE:  নতুন ক্যামেরা ডিজাইন সহ নজরকাড়বে Google Pixel 9a, থাকবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ওএস | Google Pixel 9a Specification

ফটোগ্রাফির জন্য, গ্যালাক্সি এফ০৬ ৫জি-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি লেন্স রয়েছে। ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে সেলফি তোলা এবং ভিডিও কল করা যাবে। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে হাইব্রিড সিম স্লটের মাধ্যমে মাইক্রোএসডি কার্ড স্লট সাপোর্ট, সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

READ MORE:  Samsung Galaxy F06 5G vs Redmi 14C 5G: ১২ হাজার টাকার কমে স্যামসাং নাকি রেডমি ফোন সেরা হবে | Best Smartphone Under 12000

ভারতে Samsung Galaxy F06 5G -এর দাম

স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে – ৪ জিবি + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ। দাম যথাক্রমে ৯,৯৯৯ টাকা ও ১১,৪৯৯ টাকা রাখা হয়েছে। এটি ফ্লিপকার্টে বাহামা ব্লু এবং লিট ভায়োলেট কালার অপশনে কেনা যাবে।

READ MORE:  Samsung Galaxy A26 5G-এর সাপোর্ট পেজ তিনটি দেশে লাইভ হল, লঞ্চ হবে খুব শীঘ্রই | Samsung Galaxy A26 5G Support Sites Go Live
Scroll to Top