2025 KTM 390 Duke Launched: ক্রুজ কন্ট্রোলের সঙ্গে নতুন অবতারে হাজির বাইকপ্রেমীদের নয়নের মণি KTM 390 Duke | 2025 KTM 390 Duke Price

নতুন কালার ও ফিচারের সঙ্গে KTM 390 Duke অবশেষে লঞ্চ হয়ে গেল। আজ ভারতে বাইকটির আপডেটেড সংস্করণ নিয়ে এসেছে কোম্পানি। যুক্ত করা হয়েছে ক্রুজ কন্ট্রোলের মতো উন্নত বৈশিষ্ট্য। এই বাইকে নতুন রঙের বিকল্পও পাওয়া যাবে। কেটিএম ডিউক দেশের শৌখিন ও তরুণ বাইক-প্রেমীদের কাছে বরাবরই একটি পছন্দের নাম। লুকের পাশাপাশি, পারফরম্যান্সের বিচারেও অন্যান্য মোটরসাইকেলকে টেক্কা দেয়।

2025 KTM 390 Duke-এ নতুন কী?

নতুন কেটিএম ৩৯০ ডিউক মোটরসাইকেলে একটি উল্লেখযোগ্য আপগ্রেড যোগ করেছে কোম্পানি, যা একে আগের চেয়ে আরও আকর্ষণীয় করে তুলেছে। সর্বশেষ সংস্করণটিতে এখন ক্রুজ কন্ট্রোল বৈশিষ্ট্য স্ট্যান্ডার্ড হিসেবে পাওয়া যাবে। অর্থাৎ যে ভ্যারিয়েন্টই কিনুন না কেন তাতেই থাকবে এই সুবিধা। এই নতুন প্রযুক্তি হাইওয়েতে যাত্রার সময় সাহায্য করবে রাইডারকে।

READ MORE:  ভারতে আসার তোড়জোড় করতেই বিপাকে Tesla, ক্রেতাদের ঠকানোর অভিযোগ ইলন মাস্কের সংস্থার বিরুদ্ধে

এর পাশাপাশি বাইকে একটি নতুন এবনি ব্ল্যাক শেড যোগ করা হয়েছে, যা বিদ্যমান আটলান্টিক ব্লু এবং ইলেকট্রনিক অরেঞ্জর বিকল্প হিসেবে যুক্ত হয়েছে। তবে সবথেকে বড় বিষয় হল বাইকের দাম পরিবর্তন হয়নি। যা দাম ছিল সেটাই রাখা হয়েছে। কেটিএম ডিউক ৩৯০ কিনতে ২.৯৫ লাখ টাকা (এক্স-শোরুম) খরচ হবে।

2025 KTM 390 Duke: ফিচার্স ও ইঞ্জিন স্পেসিফিকেশন

ক্রুজ কন্ট্রোল এই বাইকে একটি প্রধান সংযোজন, যা থ্রটল ইনপুট ছাড়াই স্থির গতি বজায় রেখে দীর্ঘ ভ্রমণ সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে। বাইকের বাম দিকের হ্যান্ডেলবার সুইচের মাধ্যমে এটি চালু করা যাবে এবং টিএফটি ডিসপ্লের মাধ্যমে যাবতীয় তথ্য দেখা যাবে। গতি নিয়ন্ত্রণে রাখার জন্য সিস্টেমটি এবিএস হার্ডওয়্যার এবং ইঞ্জিন ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করে।

READ MORE:  2025 KTM 390 Duke Launch: মাইলেজ বাড়াতে যুক্ত হচ্ছে বিশেষ ফিচার, KTM-এর বাইক এবার পছন্দ হবে সকলের | 2025 KTM 390 Duke Price

পারফরম্যান্স একই রয়েছে, ৩৯৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন সর্বোচ্চ ৪৬ হর্সপাওয়ার এবং ৩৯ এনএম পিক টর্ক উৎপন্ন করতে পারে, সঙ্গে রয়েছে ছয় স্পিড ট্রান্সমিশন, স্লিপার এবং অ্যাসিস্ট ক্লাচ স্ট্যান্ডার্ড। কেটিএম এর এই স্ট্রিটফাইটার বাইকে সম্পূর্ণরূপে সামঞ্জস্যযোগ্য সাসপেনশন আছে। সামনের দিকে উপস্থিত কম্প্রেশন ও রিবাউন্ড ড্যাম্পিং এবং পিছনে প্রিলোড অ্যাডজাস্টমেন্ট-সহ রিবাউন্ড ড্যাম্পিং।

READ MORE:  Honda NWX 125 Design: Activa-র থেকেও ভাল স্কুটার আনছে Honda, দুর্দান্ত মাইলেজ সহ পাবেন অসাধারণ লুকস | Honda NWX 125 Scooter Patent Filed in India

Scroll to Top