Oppo Reno 13 5G Sky Blue Launched: হোলিতে চোখ জুড়ানো নতুন রঙে পাওয়া যাবে Oppo Reno 13 5G স্মার্টফোন, রয়েছে ৫১২ জিবি স্টোরেজ | Oppo Reno 13 5G Sky Blue Colour Variant Price

হোলি উপলক্ষে Oppo ইন্ডিয়া তাদের Reno 13 সিরিজ ভারতে নতুন রংয়ের সাথে সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিল। Oppo Reno 13 5G স্মার্টফোনের নতুন ভ্যারিয়েন্ট প্রকাশ করল কোম্পানি। ডিভাইসটি এখন স্কাই ব্লু কালার অপশনে কেনা যাবে। পাশাপাশি এর স্টোরেজ অপশন বাড়ানো হয়েছে।এই স্মার্টফোনে নতুন রঙ ছাড়াও মিলবে AI চালিত ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ প্রসেসর এবং ৮০ ওয়াট সুপারফাস্ট চার্জিং। একনজরে ফোনের ফিচার ও দাম জেনে নিন।

READ MORE:  আজই শেষ রিপাবলিক ডে সেল, সেরা ক্যামেরার Oppo Find X8 Pro পুরো ৯৯৯৯ টাকা‌ ডিসকাউন্টে কিনুন

Oppo Reno 13 5G স্কাই ব্লু কালার ভ্যারিয়েন্টের দাম

ওপ্পো রেনো ১৩ ৫জি স্মার্টফোনের আকাশী নীল ভ্যারিয়েন্টটি ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে, যার দাম ৪৩,৯৯৯ টাকা। এর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনটির দাম ৩৯,৯৯৯ টাকা। নতুন ভ্যারিয়েন্টটি ২০ মার্চ থেকে ওপ্পো ই-স্টোর, রিটেল স্টোর এবং ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

READ MORE:  Vivo ও iQOO সেরা ফোন বাজারে আনছে, চার্জের চিন্তা কমাবে 7,600mah ব্যাটারি

Oppo Reno 13 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ওপ্পো রেনো ১৩ ৫জি ডিভাইসে রয়েছে অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, কর্নিং গরিলা গ্লাস ৭আই (সামনে এবং পিছনে) সুরক্ষা। মিলবে ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে, যা ১২০ হার্টজ স্মার্ট অ্যাডাপ্টিভ ওএলইডি প্রোএক্সডিআর, ১.৫কে রেজোলিউশন, ১,২০০ নিট ব্রাইটনস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে কাস্টমাইজড মিডিয়াটেক ৮৩৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, সঙ্গে ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর।

READ MORE:  হ্যাসেলব্ল্যাডের দুর্দান্ত ক্যামেরার সঙ্গে সেরা স্মার্টফোন আনছে Oppo, লঞ্চ হবে শীঘ্রই

এই স্মার্টফোনে রয়েছে একগুচ্ছ এআই ক্যামেরা ফিচার, অ্যান্ড্রয়েড ১৫ ওএস, ৫,৬০০ এমএএইচ ব্যাটারি, ৮০ ওয়াট সুপারফাস্ট চার্জিং এবং আইপি ৬৬, ৬৮, ৬৯ রেটিং, যা জল ও ধুলো বালি থেকে স্মার্টফোনকে রক্ষা করবে।

Scroll to Top