ভারতে Airtel এর হাত ধরে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার সূচনা Starlink এর, চাপে পড়ল জিও

ভারতে স্টারলিংকের (Starlink) আসা নিয়ে নানা জল্পনার মাঝে, দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেলের সঙ্গে চুক্তি বাধল ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স। দেশজুড়ে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে এদিন এই যৌথ উদ্যোগে সামিল হল স্টারলিংক। জানা গিয়েছে, চুক্তির অন্তর্গত Airtel এর রিটেল স্টোরগুলিতে পাওয়া যাবে স্টারলিংকের সরঞ্জাম।

হাত মেলাল Airtel এবং Starlink

এয়ারটেলের বিবৃতি অনুযায়ী, এই যৌথ উদ্যোগের লক্ষ্য হল, স্টারলিংক কীভাবে এয়ারটেলের পরিষেবাগুলিকে উন্নত এবং বিস্তৃত করতে পারে তা অন্বেষণ করা, একই সাথে ভারতীয় বাজারে এয়ারটেলের দক্ষতাকে স্পেসএক্সের সরাসরি গ্রাহক এবং ব্যবসায়িক পরিষেবাগুলির পরিপূরক হিসাবে কাজে লাগানো।

READ MORE:  সব জায়গায় সিগন্যাল, দু’বছরে ৮৯ হাজার গ্রামে নেটওয়ার্ক প্রসারিত করল Airtel

এই চুক্তির অংশ হিসেবে, স্টারলিংক ব্যবহার করার জন্য যেসব সরঞ্জাম লাগবে তা পাওয়া যাবে এয়ারটেলের রিটেল স্টোরগুলিতে এবং ব্যবসায়িক ক্লায়েন্টদের স্টারলিংক পরিষেবা প্রদানের বিষয়টি বিবেচনা করবে এয়ারটেল। দুই সংস্থার লক্ষ্য, ভারতের সবচেয়ে বিচ্ছিন্ন গ্রামীণ অঞ্চলগুলিতে অবস্থিত সম্প্রদায়, স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিকে সংযুক্ত করা।

বিবৃতি অনুসারে, দেশে এয়ারটেলের নেটওয়ার্ক উন্নত করা এবং সম্প্রসারণে সহায়তা করতে পারে স্টারলিংক। পাশাপাশি, স্পেসএক্সকে ভারতে এয়ারটেলের গ্রাউন্ড নেটওয়ার্ক অবকাঠামো এবং অন্যান্য সংস্থানগুলি ব্যবহার করার অনুমতি দেওয়া হবে।

READ MORE:  Airtel এর পাঁচ পয়সা উসুল প্ল্যান, ৫০ টাকার কমে যতখুশি ইন্টারনেট ডেটা

এ বিষয়ে ভারতী এয়ারটেলের ব্যবস্থাপনা পরিচালক এবং ভাইস চেয়ারম্যান গোপাল ভিট্টল বলেছেন যে, “স্টারলিংককে এয়ারটেল গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্পেসএক্সের সাথে সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই পদক্ষেপ পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট সংযোগের প্রতি কোম্পানির নিষ্ঠার প্রতি আলোকপাত করে। এই অংশীদারিত্ব ভারতের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলে বিশ্বমানের উচ্চ-গতির ব্রডব্যান্ড সরবরাহ করার জন্য এয়ারটেলের সক্ষমতা বৃদ্ধি করবে।”

READ MORE:  TRAI: স্প্যাম কল রুখতে না পারলে Jio, Airtel -দের ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করবে ট্রাই | TRAI Fine 10 Lakhs Rupees on Telecom Companies

Scroll to Top