লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

গরমে দেবে ঠান্ডার অনুভূতি, জনপ্রিয় বাইকের সঙ্গে 5 হাজার টাকার কুল জ্যাকেট সম্পূর্ণ ফ্রি

Published on:

বাইকের সঙ্গে দামি রাইডিং জ্যাকেট একদম বিনামূল্যে পাওয়া যাবে। এই অফার এনেছে KTM। কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই অফার সম্পর্কে ঘোষণা করেছে। জানা গিয়েছে, KTM 200 Duke মোটরসাইকেল কিনলে তার সঙ্গে দামি Rynox রাইডিং জ্যাকেট সম্পূর্ণ বিনামূল্যে পাওও যাবে। দেশজুড়ে কেটিএমের সমস্ত শোরুমে এই অফারটি পাওয়া যাবে।

বাইকের সঙ্গে জ্যাকেট ফ্রি

KTM 200 Duke মোটরসাইকেল কিনলে তার সঙ্গে যে রাইডিং জ্যাকেট বিনামূল্যে পাবেন, সেটি হল- Rynox Cypher GT। জ্যাকেটের দাম ৪,৯৫০ টাকা। এই জ্যাকেটের হাতা এবং বুকের জায়গায় রয়েছে কেটিএম লোগো। এটি গ্রীষ্মকালে পরার জন্য উপযুক্ত বলে দাবি কোম্পানির। কারণ এর বাইরের বেশিরভাগ অংশে টেক্সটাইল প্যাচ-সহ বিশেষ জাল রয়েছে।

READ MORE:  স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় খবর, ১০০ শতাংশ নয়, ফোনের ব্যাটারি ভালো রাখতে কত পার্সেন্ট চার্জ দেওয়া উচিত?

সুরক্ষার দিক থেকে, কাঁধ, কনুই এবং পিঠের জন্য স্ট্যান্ডার্ড হিসাবে Cerros লেভেল 2 প্রোটেক্টর পাওয়া যাবে। এর পাশাপাশি বুকের অংশে অভ্যন্তরীণ পকেট রয়েছে, কিন্তু, বুকের বর্মগুলি আলাদাভাবে কিনতে হবে। অনেকের মতে, KTM-এর একটি ভালো পদক্ষেপ। কারণ এই অফার মোটরসাইকেল কেনাকে আরও আনন্দদায়ক করে তোলার পাশাপাশি, বাইক চালানোর সময় রাইডারদের প্রতিরক্ষামূলক সরঞ্জাম পরতে উৎসাহিত করবে।

READ MORE:  PM Awas Yojona App: আধার কার্ডের মাধ্যমে হবে আবেদন, প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য এল AwaasPlus অ্যাপ | Pm awas yojona AwaasPlus app launch for online application

KTM 200 Duke : দাম ও স্পেসিফিকেশন

এই নেকেড বাইকে ১৯৯.৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ ২৪.৬৭ হর্সপাওয়ার এবং ১৯.৩ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে মিলবে একটি ৬ স্পিড গিয়ারবক্স। বাইকে রয়েছে WP সাসপেনশন, ডুয়াল-চ্যানেল ABS-সহ ByBre ব্রেক, ব্লুটুথ কানেক্টিভিটি এবং পাঁচ ইঞ্চি TFT স্ক্রিন। ভারতে বাইকের এক্স-শোরুম দাম ২.০৬ লাখ টাকা (এক্স-শোরুম)।

READ MORE:  2025 KTM 390 Duke Launch: মাইলেজ বাড়াতে যুক্ত হচ্ছে বিশেষ ফিচার, KTM-এর বাইক এবার পছন্দ হবে সকলের | 2025 KTM 390 Duke Price

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.