১৬৩ বছরের ইতিহাসে গর্বের নজির গড়ল কলকাতা হাইকোর্ট

প্রীতি পোদ্দার, কলকাতা: ভারতের প্রাচীনতম হাইকোর্টের মধ্যে অন্যতম হল কলকাতা হাইকোর্ট। দেশ স্বাধীন হওয়ার অনেক আগেই অর্থাৎ ১৮৬২ সালের ২৬ জুন রানি ভিক্টোরিয়ার অনুমোদনে তৈরি হয়েছিল এই আদালত। এই হাইকোর্টে শুধু পশ্চিমবঙ্গের মামলা নয় পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মামলারও বিচার হয়। অজস্র ইতিহাসের সাক্ষী এই হাইকোর্ট (Women Judge in Calcutta High Court)। তবে এবার এই উচ্চ আদালতই গোতে তুলল এক নয়া নজির। যা ১৬৩ বছরের ইতিহাসে এই প্রথমবার ঘটল। সম্প্রতি কলকাতা হাইকোর্টে মহিলা বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ এ।

নয়া নজির গড়ল কলকাতা হাইকোর্ট

জানা গিয়েছে গত সোমবার কলকাতা হাইকোর্টে তিন নতুন বিচারপতি শপথগ্রহণ করেছেন। আর সেই নয়া তিন বিচারপতি হলেন বিচারপতি স্মিতা দাস দে, বিচারপতি ওম নারায়ণ রাই ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্র। হাইকোর্টের এক নম্বর কক্ষে তাঁদের শপথ বাক্য পাঠ করানো হয়। এবং তাঁদেরকে শপথবাক্য পাঠ করান উচ্চ আদালতের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। সবমিলিয়ে এই অবস্থায় কলকাতা হাইকোর্টের বিচারপতির সংখ্যা বেড়ে হল ৪৬ জন। আর উল্লেখযোগ্য বিষয় হল এরফলে দীর্ঘ ১৬৩ বছরের ইতিহাসে কলকাতা হাইকোর্ট একসঙ্গে ৮ জন মহিলা বিচারপতি পেল। আর উল্লেখযোগ্য বিষয় হল বর্তমানে মহিলা বিচারপতির সংখ্যার নিরিখে এখন কলকাতা হাইকোর্ট রয়েছে ভারতের পঞ্চম স্থানে।

READ MORE:  হাইকোর্ট চত্বরে সাংবাদিকের উপর হামলা! বাদ গেলেন না ক্যামেরা পার্সনও, নিন্দার ঝড় বাংলায়

কোথায় কত সংখ্যক রয়েছে মহিলা বিচারপতি?

সূত্রের খবর, বর্তমানে কলকাতা হাইকোর্টে যে সকল মহিলা বিচারপতি রয়েছেন তাঁরা হলেন – বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি শম্পা সরকার, বিচারপতি শুভ্রা ঘোষ, বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়, বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় (দাস), বিচারপতি শম্পা দত্ত (পাল), বিচারপতি রাই চট্টোপাধ্যায় এবং বিচারপতি স্মিতা দাস দে। এইমুহুর্তে দেশের হাইকোর্টগুলির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মহিলা বিচারপতি রয়েছে এম। তালিকা দেখলে জানা যাবে যে এই তালিকায় সবার প্রথমে রয়েছে মাদ্রাজ হাইকোর্ট এবং পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে। সেখানে ১৩ জন করে মহিলা বিচারপতি রয়েছেন।

অন্যদিকে বোম্বে হাইকোর্টে ১১ জন মহিলা বিচারপতি রয়েছেন। তবে এমনও হাইকোর্ট রয়েছে যেখানে মহিলার বিচারপতির সংখ্যা শূন্য। সেগুলি মধ্যে অন্যতম হল ত্রিপুরা এবং উত্তরাখণ্ড। প্রসঙ্গত বিচারপতি মঞ্জুলা বোস এবং বিচারপতি পদ্মা খাস্তগীর ১৯৭৭ সালে কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হয়েছিলেন। তারপরই সেই সংখ্যাটা ধীরে ধীরে বাড়তে থাকছে। নিয়ম অনুযায়ী, কলকাতা হাইকোর্টে ৭২ জন বিচারপতি থাকার কথা। কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচীর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে পদোন্নতির পর বর্তমানে ৪৬ জন বিচারপতি রয়েছেন কলকাতা হাইকোর্টে।

Scroll to Top