ট্রেন হাইজ্যাকের পর ফের রক্তাক্ত পাকিস্তান! এবার সেনা ক্যাম্পে জঙ্গি হামলা, মৃত একাধিক

সৌভিক মুখার্জী, কলকাতাঃ সন্ত্রাসী হামলার কবলে আবারও কেঁপে উঠলো প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান (Pakistan)। সংবাদ মাধ্যম সূত্রের খবর, এবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ট্যাঙ্ক জেলার জান্ডোলা সামরিক শিবিরে দিন দুপুরে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

হামলার ভয়াবহ চিত্র

সংবাদ সূত্রের খবর অনুযায়ী, প্রথমে একটি তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারপরে শুরু হয় এলোপাথাড়ি গুলি। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সাথে সাথেই জঙ্গিদের প্রতিরোধ করতে ঘটনাস্থলে নেমেছিল। যার ফলে বেশ কিছুক্ষণ পর উভয়পক্ষের মধ্যে তীব্র বন্দকযুদ্ধ চলে। সূত্র বলছে, এই অভিযানে অন্তত ৮ থেকে ৯ জন জঙ্গিকে নিশানা করেছে সেনা।

READ MORE:  ICC-র ঘাড়ে দায় ঠেলেও লাভ হলো না! ভুল বুঝে ভারতের পতাকা তুলল পাকিস্তান

তবে সেনাদের প্রতিরোধ সত্ত্বেও একজন আত্মঘাতী জঙ্গি হঠাৎ বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে জান্ডোলা সামরিক শিবিরের কাছে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটায়, যা ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতির সৃষ্টি করেছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এই ঘটনায় বেশ কয়েকজন সেনা ইতিমধ্যে হতাহত হয়েছেন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

দু’দিন আগেই ঘটেছিল ট্রেন হাইজ্যাকের ঘটনা

পাকিস্তানে এই ঘটনা নতুন কিছু নয়। কয়েকদিন আগেই পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ বালোচ লিবারেশন আর্মি (BLA) একটি ভয়ংকর সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছিল। গত ১১ই মার্চ বেলুচিস্তানের গুরুত্বপূর্ণ বোলান ভ্যালিতে “জাফর এক্সপ্রেস” নামে এক যাত্রীবাহী ট্রেনকে কার্যত দিনে দুপুরে হাইজ্যাক করে নিয়েছিল জঙ্গিরা।

READ MORE:  আজব কাণ্ড! চুরি গেল রিয়ার হুইল, চাকা ছাড়াই অবতরণ পাকিস্তানি বিমানের

সূত্রের খবর, এই ট্রেনে ৪৫০ জনের বেশি যাত্রী ছিল, যার মধ্যে অন্তত ২০০ জন নিরাপত্তা কর্মী ছিল। ট্রেনটি কুয়েটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। কিন্তু মাঝপথে জঙ্গিদের কবলে পড়ে। এরপর পাকিস্তানি সেনাবাহিনী এবং BLA জঙ্গিদের মধ্যে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চলে।

সেনা অভিযানে ৫০ জন হামলাকারী নিহত

গতকাল পাকিস্তান সেনাবাহিনী ঘোষণা করে, তারা হাইজ্যাককৃত ট্রেনের ৫০ জন হামলাকারীকে নির্মূল করতে সক্ষম হয়েছে। কিন্তু সূত্র বলছে, এর আগেই ২১ জন নিরীহ যাত্রীকে তারা হত্যা করেছে জঙ্গিরা। অবশেষে সেনাবাহিনীর সফল অভিযানের ফলে ৪০০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। 

READ MORE:  Terrorist Killed: ডেরায় ঢুকে নিকেশ ৩০ সন্ত্রাসবাদী, উথালপাতাল পাকিস্তান | Pakistan Army Kills 30 Terrorists in 3 Separate Operations

পাকিস্তানের নিরাপত্তা ভয়াবহ সংকটে

সাম্প্রতিক এই দুই ঘটনা প্রমাণ করছে, পাকিস্তানের সন্ত্রাসী কার্যকলাপ দিনের পর দিন আরও ভয়ংকর আকার ধারণ করছে। বিশেষ করে আফগান-পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলের TTP ও BLA জঙ্গিদের ক্রমবর্ধমান উৎপাত দেশটির নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সূত্র বলছে, পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী কঠোর পদক্ষেপ না নিলে এই ধরনের হামলা ভবিষ্যতে আরও বাড়তে পারে, যা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আন্তর্জাতিক অবস্থানকে আরও দুর্বল করে দেবে।

Scroll to Top