শ্বেতা মিত্র, কলকাতা: গরম থেকে বাঁচতে আপনিও কি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? ট্রেনের টিকিট কাটবেন বলে প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। আসলে রেলের তরফে নতুন করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার দরুন ফের বিপাকে পড়তে চলেছেন মানুষ। বিশেষ করে হাওড়া ডিভিশন থেকে শুরু করে খড়গপুর ডিভিশনের যাত্রীদের ব্যাপক সমস্যার মুখোমুখি হতে হবে আগামী দিনে। মূলত সাঁতরাগাছি স্টেশনে কাজের কারণে ট্রেন চলাচল ব্যাহত হতে চলেছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
ফের বাতিল হতে পারে বহু ট্রেন
পূর্ব রেল সূত্রে খবর, খড়গপুর ডিভিশনের সাঁতরাগাছি স্টেশনের ইয়ার্ড পুনর্নির্মাণের কারণে, নন-ইন্টারলকিং (এনআই)-এর কাজ শুরু হবে, যার ফলে ট্রেন পরিষেবা উল্লেখযোগ্যভাবে ব্যাহত হবে। কয়েক দফায় এই কাজ হবে। প্রথম দফার কাজটি ৩০ এপ্রিল, ২০২৫ থেকে ১২ মে, ২০২৫ পর্যন্ত ১৩ দিন স্থায়ী হবে, তারপরে ১৩ মে, ২০২৫ থেকে ১৭ মে, ২০২৫ পর্যন্ত অতিরিক্ত পাঁচ দিন কাজ চলবে। এর ফলে ১৮ মে, ২০২৫ তারিখে সাত ঘন্টার সম্পূর্ণ যানজট তৈরি হবে, যার ফলে হাওড়া-খড়গপুর বিভাগে ট্রেন চলাচল প্রভাবিত হবে।
মূলত সাঁতরাগাছি থেকে আন্দুলের মধ্যে একটি নতুন দ্বিমুখী লাইন করা হবে। একটা উড়ালপথকেও যুক্ত করা হবে। এর জেরে খড়্গপুরের দিকে থেকে হাওড়া ও শালিমারের দিকে যে ট্রেনগুলি আসে সেগুলিকে আর আন্দুল স্টেশনে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
সমস্যা বাড়বে যাত্রীদের
ফলস্বরূপ, নির্দিষ্ট তারিখে বেশ কয়েকটি মেল/এক্সপ্রেস ট্রেন বাতিল করা হবে। উল্লেখযোগ্য বাতিলের মধ্যে রয়েছে ২২৮০৪ এসবিপি-এসএইচএম এক্সপ্রেস, ২ মে, ২০২৫ এবং এর ফিরতি যাত্রা, ২২৮০৩ এসএইচএম-এসবিপি এক্সপ্রেস, ৩ মে, ২০২৫। একইভাবে, ১৮০৪৯ এসএইচএম-বিএমপিআর এক্সপ্রেস এবং ১৮০৫০ বিএমপিআর-এসএইচএম এক্সপ্রেস ৩-৪ মে এবং আবার ১৭-১৮ মে, ২০২৫ তারিখে বাতিল করা হবে।
অন্যান্য ক্ষতিগ্রস্ত ট্রেনগুলির মধ্যে রয়েছে ১৮০৫১/১৮০৫২ বিএমপিআর-আরওইউ-বিএমপিআর এক্সপ্রেস (৪ এবং ১৮ মে), ১২৮৮৮ পুরী-এসএইচএম সাপ্তাহিক এক্সপ্রেস (৪ মে) এবং ১২৮৮৭ এসএইচএম-পুরি সাপ্তাহিক এক্সপ্রেস (৫ মে)। ১২৮৮৩/১২৮৮৪ এসআরসি-পিআরআর-এইচডব্লিউএইচ রূপসী বাংলা এক্সপ্রেস ৫, ১৭ এবং ১৮ মে বাতিল করা হবে।