লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Holi Sale: হোলিতে জবরদস্ত অফার, হাই-টেক স্মার্টফোন Realme GT Pro 7 মিলছে ব্যাপক কম দামে | Realme GT Pro 7 Discount

Published on:

বাজারে এই মুহূর্তে অন্যতম শক্তিশালী গেমিং স্মার্টফোন Realme GT Pro 7। এটি গত বছর নভেম্বরে লঞ্চ হয়েছে। হোলি উপলক্ষে এই স্মার্টফোনের উপর আকর্ষণীয় ছাড় রয়েছে, যার ফলে এই প্রথম এতো কম দামে পাওয়া যাচ্ছে এই হ্যান্ডেসেট। এই স্মার্টফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে, ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং শক্তিশালী প্রসেসর।

এর সাথে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে এই ফোনে। এটির আসল দাম ৫৯,৯৯৯ টাকা হলেও হোলি উপলক্ষে যে ছাড় রয়েছে তার অধীনে মাত্র ৩৬,৫০০ টাকায় পাওয়া যাবে স্মার্টফোনটি। চলুন কী অফার ও শর্ত রয়েছে জেনে নেওয়া যাক।

READ MORE:  Holi Sale: আজ অফার শেষ, ১০ হাজার টাকায় ১২ জিবি র‌্যামের Realme Narzo N65 5G, রয়েছে ৫০ এমপি ক্যামেরা | Smartphone Under 10000 Rupees

Realme GT Pro 7 এর অফার ও ছাড়

১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ-সহ Realme GT 7 Pro এর দাম ৫৯,৯৯৯ টাকা। তবে, Amazon এ বর্তমানে ২১ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে, যার ফলে এর দাম ৫৪,৯৯৮ টাকায় নেমে এসেছে। এছাড়াও, স্মার্টফোনে আরও ২০০০ টাকা ছাড় রয়েছে। এই ছাড়ের পর দাম ৫২,৯৯৮ টাকায় নেমে এসেছে। আবার ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেনে ১,৫০০ টাকা পর্যন্ত ছাড়ও রয়েছে, যা কার্যকরভাবে দাম কমিয়ে আনবে ৫১,৪৯৮ টাকায়।

READ MORE:  হ্যাসেলব্ল্যাডের দুর্দান্ত ক্যামেরার সঙ্গে সেরা স্মার্টফোন আনছে Oppo, লঞ্চ হবে শীঘ্রই

এর পাশাপাশি অ্যামাজন একটি এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে ৩০,৩৫০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। যদি আপনার পুরানো স্মার্টফোনের মূল্য প্রায় ১৫,০০০ টাকাও হয়, তাহলে মাত্র ৩৬,৪৯৮ টাকায় Realme GT 7 Pro কিনতে পারবেন।তবে মনে রাখবেন যে, এই এক্সচেঞ্জ মূল্য আপনার পুরানো ফোনের অবস্থার উপর নির্ভর করবে।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর যুক্ত এই স্মার্টফোন দারুন বিকল্প হতে পারে গেমারদের জন্য। এই ফোনে সেলফিও উঠবে সেরা। কারণ এতে ফ্রন্ট ক্যামেরা রয়েছে ১৬ মেগাপিক্সেল।

READ MORE:  স্টোরেজ শেষ হয়ে যাচ্ছে? ২৫৬ জিবি মেমোরির Redmi, Realme, Poco ফোনের দাম কমলো | Redmi Realme Poco Smartphone Storage Price

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.