Lenovo Idea Pad Pro: লেনোভোর দুর্ধর্ষ ট্যাব লঞ্চ হল, রয়েছে JBL স্পিকার, 12.7 ইঞ্চি ডিসপ্লে, ও 10,200mAh ব্যাটারি | Lenovo Idea Pad Pro Launched in India

Lenovo Idea Tab Pro জানুয়ারি মাসে কনজিউমার ইলেকট্রনিক্স শো-তে গ্লোবাল মার্কেটের জন্য লঞ্চ হয়েছিল। এবার ট্যাবটি ভারতেও পা রাখল। দারুণ ফিচার্সের সঙ্গে এসেছে এটি। ৬.৯ মিমি স্লিম বডি এই ট্যাবের অন্যতম বিশেষত্ব। এতে গুগল জেমিনি এআই, সার্কেল টু সার্চের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত বৈশিষ্ট্য পাওয়া যাবে। পাওয়ারফুল ১০,২০০ এমএএইচ ব্যাটারি ও ডলবি এটমোস সাপোর্ট সহ JBL স্পিকার ট্যাবটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। চলুন Lenovo Idea Tab Pro-র দাম সহ বিস্তারিত জেনে নেওয়া যাক।

READ MORE:  numBer Navo Buds X1 Launched: ৬০০ টাকার কমে ৫০ ঘন্টা ব্যাটারি লাইফ, দুর্দান্ত TWS ইয়ারবাডস লঞ্চ হল | numBer Navo Buds X1 Price in India

Lenovo Idea Tab Pro: স্পেসিফিকেশন ও ফিচার্স

লেনোভো আইডিয়া ট্যাব প্রো-তে ১২.৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ৩K রেজোলিউশন (২৯৪৪x ১৮২০ পিক্সেল) এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। ট্যাবটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ প্রসেসর দ্বারা চালিত। সাথে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। ট্যাবে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম রয়েছে। সংস্থা দুই বছরের সিস্টেম আপগ্রেড ও চার বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।

READ MORE:  Lenovo Tab: ডুয়াল স্পিকার, বড় ডিসপ্লে, ও শক্তিশালী ব্যাটারির বাজেট ট্যাবলেট লঞ্চ করল Lenovo | Budget Lenovo tab launched globally

লেনোভো আইডিয়া ট্যাব প্রো-র রিয়ার প্যানেলে একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনের দিকে একটি ৮ মেগাপিক্সেল সেন্সর বর্তমান। এই ট্যাবলেটে ১০,২০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যায়, যা ৪৫ ওয়াট তারযুক্ত ফাস্ট চার্জিং সমর্থন করে। লেনোভো একটি স্টাইলাস পেন ও টু-ইন-ওয়ান কীবোর্ড কেস অফার করছে।

আইডিয়া ট্যাব প্রো-এর অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হল অডিও সেটআপ। এতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ জেবিএল-এর কোয়াড স্পিকার সেটআপ রয়েছে। লেনোভো নিজস্ব প্রোডাক্টিভিটি টুলস রেখেছে নতুন এই মডেলে, যেমন ক্রস-ডিভাইস ফাইল শেয়ারিংয়ের জন্য শেয়ার হাব, পিসিতে মিরর করার জন্য অ্যাপ স্ট্রিমিং এবং ডিভাইসগুলির মধ্যে নিরবচ্ছিন্ন কপি-পেস্ট করার জন্য স্মার্ট ক্লিপবোর্ড।

READ MORE:  Lenovo Yoga Solar AI Laptop: যুগান্তকারী প্রযুক্তি Lenovo-র, চলে এল বিশ্বের প্রথম সৌরশক্তি চালিত AI ল্যাপটপ | Lenovo Yoga Solar Personal Computer

ভারতে Lenovo Idea Tab Pro-এর দাম

লেনোভো আইডিয়া ট্যাব প্রো লুনা গ্রে কালারে লেনোভো ইন্ডিয়ার ওয়েবসাইট ও আমাজনে পাওয়া যাচ্ছে। এটির ৮ জিবি + ১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। আর ১২ জিবি + ২৫৬ জিবি মডেলের মূল্য ৩০,৯৯৯ টাকা রাখা হয়েছে।

Scroll to Top