চুরি ঠেকাতে নেওয়া হল বিশেষ ব্যবস্থা! মন্দিরের প্রণামী বাক্সে এবার QR কোড

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা মন্দিরের জন্য টাকা দিলেও তা হাতে পাচ্ছেন না মন্দির কর্তৃপক্ষ। কোথাও কোথাও আবার মন্দিরের বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে যাচ্ছেন চোরেরা। তাই ভেবেচিন্তে উপায় বার করলেন মুর্শিদাবাদের নওদা ব্লকের পাটিকাবাড়ি রাধাগোবিন্দ মন্দির কর্তৃপক্ষ। তাই মন্দিরের যজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে প্রণামী বাক্সে কিউআর কোড (QR Code) লাগালেন তাঁরা।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কিউআর কোড মন্দিরে

জানা গিয়েছে, নওদা থানার পাটিকাবাড়ি রাধাগোবিন্দ মন্দিরে ২৪ প্রহর লীলা কীর্তন মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল। আগামী ২ এপ্রিল থেকে ওই মহাযজ্ঞ শুরু হবে। এই মহাযজ্ঞ চলবে ৫ দিন ধরে। যার ফলে সেই অনুষ্ঠানে হাজির হবে এলাকার হাজার হাজার মানুষ। তবে এবার সেই অনুষ্ঠানের চাঁদা তোলা হবে অন্য উপায়ে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওই অনুষ্ঠানের আয়োজকরা নগদ এর হিসাবে চাঁদা তোলে তবে এবার নগদ নয় ‘কিউ আর কোড’ চালু করলেন তাঁরা। তাঁদের এই অভিনব উদ্যোগ রীতিমত সাড়া ফেলে দিয়েছে গোটা এলাকায়।

READ MORE:  শুধু চাকরিওয়ালা নয় এখন পেনশনের সুবিধা পাবে সকলেই! নয়া উদ্যোগ কেন্দ্রের

কী বলছেন মন্দির কমিটির সম্পাদক?

এই বিষয়ে রাধাগোবিন্দ মন্দির কমিটির সম্পাদক সৌরভ চক্রবর্তী জানিয়েছেন যে, তাঁদের এই বড় মন্দির অনেক বছরের পুরোনো। এই মন্দিরের বাইরের গেটে একটি প্রণামী বাক্স রাখা আছে। সেখানেই এলাকার মানুষ কিছু টাকা তাঁদের ইচ্ছানুযায়ী চাঁদা হিসেবে দিয়ে যেতেন। কিন্তু মাস দুয়েক আগে সেই বাক্স ভেঙে টাকাপয়সা চুরি করে নিয়ে গেছে চোরেরা। যার ফলে মন্দিরের ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু এই ভুল আর দ্বিতীয়বার করা হবে না। তাই এই কিউআরকোড ব্যবস্থা চালু করা হয়েছে। কারণ আগামী কয়েকদিনের মহাযজ্ঞে প্রায় পাঁচ-ছয় লক্ষ টাকা খরচ হতে চলেছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

এই অভিনব উপায়ে একদিকে যেমন মন্দিরের চুরি আটকানো যাবে ঠিক তেমনই অনেকেই এখন পকেটে ক্যাশ বহন করতে চায় না, সেই কারণে এখন টাকা লেনদেন করার সবচেয়ে ভালো উপায় হল অনলাইন। তবে মন্দিরের বাইরে একটি প্রণামী বাক্স এখনও রাখা আছে তাতে বড় একটি তালা দেওয়া হয়েছে। যদি কেউ টাকা দিতে চায় সেখানেও রাখতে পারে।

READ MORE:  এখন আধ কাঠা জমিতেই হবে মধ্যবিত্তদের স্বপ্নপূরণ! বড় চমক কলকাতা পুরসভার
Scroll to Top