২ বা ৪% নয়! একধাক্কায় রাজ্য ৭% ডিএ বাড়ালো, খুশির জোয়ারে ভাসছে কর্মীরা

হোলির মরসুমে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুসংবাদ। সরকার ঘোষণা করেছে যে, ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা কর্মচারীদের এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা এক ধাক্কায় ৭% বৃদ্ধি (Increase DA) করা হচ্ছে। শুধু তাই নয়, ৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতাও নগদে দেওয়া হবে বলে সূত্রের খবর। 

৭% ডিএ বৃদ্ধির ঘোষণা | Increase DA |

এখন পর্যন্ত কর্মচারীরা ২৩৯% হারে মহার্ঘ ভাতা পেতেন। তবে এবার সেই ভাতা বেড়ে দাঁড়িয়েছে ২৪৬%। নতুন এই হার ২০২৪ সালের জুলাই মাস থেকে কার্যকর করা হবে এবং মার্চ মাসের বেতনের সঙ্গে বকেয়া অর্থ দিয়ে দেওয়া হবে বলে সূত্রের খবর। এই ঘোষণায় সরকারি কর্মীদের মধ্যে এখন খুশির হাওয়া বইছে। 

READ MORE:  AI Course: উচ্চ মাধ্যমিক শেষে পড়ো AI নিয়ে! গুগল, মাইক্রোসফট, TCS-র মতো সংস্থাগুলি দেবে চাকরি | After HS Do AI Course And Get Job

কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় কর্মচারীরা

উল্লেখযোগ্যভাবে এই ঘোষণা এসেছে জন্মু ও কাশ্মীর রাজ্যের তরফ থেকে। সাধারণত কেন্দ্রীয় সরকার হোলির আগে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে থাকে। তবে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই নিয়ে কোনরকম অনুষ্ঠানে ঘোষণা আসেনি, যা কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

পশ্চিমবঙ্গের পরিস্থিতি

এদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বর্তমানে মাত্র ১৪% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, যা অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই কম। সম্প্রতি ৪% ডিএ বৃদ্ধি করা হয়েছে, যা এপ্রিল মাস থেকে কার্যকর করা হবে। তবে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতার হার অনেকটাই কম, যা সরকারি কর্মচারীদের মধ্যে আরও অসন্তোষ সৃষ্টি করেছে।

READ MORE:  আবাস যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত নিল মমতা, দুর্নীতি এড়াতে এই পদক্ষেপ?

ডিএ বৃদ্ধির প্রভাব

বর্তমান সময়ে মূল্যস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার ফলে ডিএ বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটি সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জীবনযাত্রার মানকেও উন্নত করে তোলে। হোলির মরসুমে জন্মু ও কাশ্মীর সরকারের এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের জন্য স্বস্তি নিয়ে এসেছে। এখন দেখার বিষয় কেন্দ্রীয় সরকার কবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

READ MORE:  মোবাইলে আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করবেন কীভাবে? এই অনলাইন পদ্ধতি জানে না অনেকেই
Scroll to Top