Xiaomi YU7 EV Feature: এক চার্জেই ৭৭০ কিমি ছুটবে, আমেরিকার টেসলাকে শেষ করতে অবিশ্বাস্য EV আনছে চিনের শাওমি | Xiaomi YU7 Electric Crossover Leaked

অর্থনীতির নানা ক্ষেত্রে আমেরিকা বনাম চিনের লড়াই এই দশকের অন্যতম চর্চার বিষয়। এবার গাড়ির বাজারে মার্কিন জায়েন্ট টেসলাকে কার্যত মাত দিতে চলেছে চিনের শাওমি। এই সংস্থা আরও একটি নতুন ইলেকট্রিক গাড়ি আনছে বাজারে, যার নাম Xiaomi YU7। সরকারি নথি অনুযায়ী, এই ব্যাটারি চালিত গাড়ি এক চার্জে ৭৭০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। নেট-দুনিয়ায় গাড়িটি নিয়ে তুঙ্গে চর্চা। কেউ কেউ তো বলেই ফেললেন, এই গাড়ি টেসলাকে জবাব দেওয়ার জন্যই এনেছে শাওমি।

READ MORE:  BNC Perfetto Electric Scooter Launched: জাপানি প্রযুক্তির ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল ভারতে, ফুল চার্জে পাবেন ১৬০ কিমি রেঞ্জ | BNC Perfetto Electric Scooter Price

চিনের কার এসোসিয়েশনের পরিসংখ্যান বলছে, ইলেকট্রিক গাড়ি বিক্রির নিরিখে টেসলাকে ইতিমধ্যে পিছনে ফেলেছে শাওমি। স্মার্টফোন, ল্যাপটপ থেকে একলাফে গাড়ি বানানো শুরু করেছে এই সংস্থা। অটোমোবাইল বাজারে বয়স এখনও পাঁচের গন্ডিও পেরোয়নি। সেই ব্র্যান্ড মার্কিন ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলাকে কার্যত নাকানি-চোবানি খাওয়াতে শুরু করেছে। এই গাড়ি লঞ্চ হলে বেশ চাপের মুখে পড়তে পারেন ইলন মাস্ক।

READ MORE:  BYD Sealion 7 Electric SUV Launched: কলকাতা থেকে শিলিগুড়ি এবার এক চার্জে! লঞ্চ হল BYD Sealion 7 ইলেকট্রিক গাড়ি | BYD Sealion 7 Price in India

Xiaomi YU7 ইলেকট্রিক গাড়ির স্পেসিফিকেশন

এই ইলেকট্রিক গাড়ির তিনটি ভ্যারিয়েন্ট আসবে বলে জানা গিয়েছে। রেঞ্জ পাওয়া যাবে যথাক্রমে – ৭৭০ কিমি, ৬৭৫ কিমি এবং ৭৬০ কিমি। এটি একটি ইলেকট্রিক ক্রসওভার গাড়ি, যা এই গ্রীষ্মকালে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করবে সংস্থা। এটি ছাড়াও সংস্থার ঝুলিতে রয়েছে আরও একটি SUV যার নাম SU7। এই গাড়ির রেঞ্জ ৭০০ কিলোমিটার।

READ MORE:  জলের দরে কিনুন Hero HF Deluxe, অফিস, বাজার যাওয়ার জন্য মিলবে অনবদ্য মাইলেজ

অপরদিকে, টেসলা মডেল ওয়াই এর সম্প্রতি আপডেটেড ২০২৫ সংস্করণ লঞ্চ হয়েছে। এই সংস্করণে গাড়ির রেঞ্জ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে, এই গাড়ি সিঙ্গেল চার্জে ৫৫৪ কিলোমিটার থেকে ৭১৯ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। রয়েছে রিয়ার ড্রাইভ প্রযুক্তি। সবমিলিয়ে আগামীদিনে শাওমি বনাম টেসলার লড়াই, যে গাড়ি বাজারে বেশ জমজমাট হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

Scroll to Top