Jio-র থেকে সস্তা, Airtel আনল নতুন ভয়েস অনলি রিচার্জ, একবার রিচার্জ করলে সারা বছর টেনশন ফ্রি

টেলিকম নিয়ন্ত্রক সংস্থার নির্দেশের পর বেসরকারি টেলিকম অপারেটরগুলি একাধিক ভয়েস ও SMS যুক্ত প্রিপেড প্ল্যান হাজির করেছে। এদিন, Airtel একটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করল, যা দামে জিও-এর থেকে সস্তা। এটি রিচার্জ করলে আপনাকে আর ২০২৫ সালে রিচার্জ করতে হবে না। তবে মাথায় রাখতে হবে, এই প্ল্যানে কোনো ডেটা পাওয়া যাবে না। অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করা যাবে না এই রিচার্জ প্ল্যানে।

READ MORE:  Airtel JioHotstar Plans: জিও হটস্টার বিনামূল্যে দেখুন, এয়ারটেলের সেরা চার প্রিপেইড রিচার্জ প্ল্যান | Free JioHotstar Subscription

একটি নয়, দুটি ভয়েস ও SMS অনলি রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে এয়ারটেল। দাম ও কী সুবিধা দেখে নিন।

Airtel এর ৪৬৯ টাকার প্রিপেড প্ল্যান

এই রিচার্জ প্ল্যানে ৮৪ দিনের মেয়াদ-সহ আনলিমিটেড ভয়েস কল এবং ৯০০টি এসএমএস মেসেজ পাওয়া যাবে। এছাড়াও, এয়ারটেল রিওয়ার্ডসের মধ্যে রয়েছে ৩ মাসের অ্যাপোলো ২৪/৭ সার্কেল মেম্বারশিপ এবং বিনামূল্যে হ্যালো টিউনস। প্রিপেড প্ল্যানটির দাম আগের ভ্যালু প্ল্যানের তুলনায় প্রায় ৩০ টাকা কম। তবে সুবিধা একই রয়েছে।

READ MORE:  Reliance Jio, Vi, Airtel এর ফ্রি জিও হটস্টার প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রিপেইড রিচার্জ প্ল্যান

Airtel এর ১৮৪৯ টাকার প্রিপেড প্ল্যান

বারবার রিচার্জ করতে না চাইলে এটা বেছে নিতে পারেন। এক রিচার্জে বছরভর সুবিধা পাবেন। যারা দীর্ঘমেয়াদী বা বার্ষিক প্ল্যান খুঁজছেন তাদের জন্য, ১৮৪৯ টাকার বার্ষিক প্ল্যানটি ভালো বিকল্প। এতে ৩৬৫ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল এবং ৩,৬০০টি এসএমএস পাওয়া যাবে।

এছাড়াও, এয়ারটেল রিওয়ার্ডসের মধ্যে রয়েছে ৩ মাসের অ্যাপোলো ২৪/৭ সার্কেল মেম্বারশিপ এবং বিনামূল্যে হ্যালো টিউনস। এই প্ল্যানটির দাম পূর্ববর্তীটির তুলনায় প্রায় ১১০ টাকা কম, তবে এটিও ডেটা ছাড়া অন্যান্য সমস্ত সুবিধা প্রদান করে।

READ MORE:  ৮৪ দিনের সেরা রিচার্জ প্ল্যান, রোজ ২ জিবি ইন্টারনেট ও কল সহ OTT সাবস্ক্রিপশন

উল্লেখ্য, জিও-র ভয়েস অনলি বার্ষিক প্ল্যানের দাম ১,৯৫৮ টাকা। এখানে আনলিমিটেড কল সহ ৩৬০০ এসএমএস দেওয়া হয়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

Scroll to Top