Realme P2 Pro 5G Price Cut: ৮০০০ হাজার টাকা দাম কমলো, Realme P3 লঞ্চের আগেই সস্তা Realme P2 Pro 5G | Realme P2 Pro 5G Discount Offer

শীঘ্রই ভারতে আসছে Realme P3 সিরিজের নতুন ফোন। তবে তার আগে দাম কমলো এই সিরিজের পূর্বসূরি অর্থাৎ Realme P2 Pro 5G মডেলের। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এটি ২৮ শতাংশ ডিসকাউন্টে তালিকাভুক্ত আছে। আবার এর উপর ব্যাঙ্ক কার্ড অফার পাওয়া যাচ্ছে। সাথে রয়েছে লোভনীয় এক্সচেঞ্জ অফার। আসুন সমস্ত অফারের পর Realme P2 Pro 5G কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

Realme P2 Pro 5G এর দাম ও অফার

রিয়েলমি পি২ প্রো ৫জি এর ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। তবে স্মার্টফোনটি ফ্লিপকার্টে এখন ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আবার এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ১,১৯০ টাকা এবং ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ১,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এর ইএমআই শুরু হবে মাত্র ৯৮০ টাকা থেকে। এর পাশাপাশি আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারও পাওয়া যাবে।

READ MORE:  Oppo Find N5 Foldable Launched: ইতিহাস লিখল Oppo! বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করে গড়ল রেকর্ড | Oppo Find N5 Foldable Price

Realme P2 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি পি২ প্রো ৫জি স্মার্টফোনে আছে ৬.৭ ইঞ্চি ওএলইডি কার্ভড ডিসপ্লে। এর রেজোলিউশন ২৪১২ x ১০৮০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর স্ক্রিন টু বডি রেশিও ৯৩ শতাংশ। আর স্ক্রিনের সর্বোচ্চ ব্রাইটনেস ১২০০ নিট। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম স্কিনে চলে।

READ MORE:  সুখবর, এবার অ্যান্ড্রয়েড ১৫ এর নতুন ফিচার Motorola Edge 50 Neo ফোনে, এল নতুন আপডেট

পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি পি২ প্রো ৫জি ডিভাইসে ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি -৬০০ ওআইএস লেন্স আছে। এর সাথে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রিয়েলমির এই স্মার্টফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

READ MORE:  বাজেট ৮ থেকে ৯ হাজার টাকা, দুর্দান্ত ক্যামেরা ও ফিচারের এই দুই ফোন আপনার জন্য

Scroll to Top