Jio Unlimited Offer: Jio আনল আনলিমিটেড অফার, বিনামূল্যে IPL সহ‌ ৯০ দিন JioHotstar সাবস্ক্রিপশন ও যতখুশি ইন্টারনেট | Jio 299 Plan

২২ মার্চ শুরু হচ্ছে আইপিএল। বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট উপভোগ করতে দারুন প্ল্যান আনল জিও। এই প্ল্যানে বিনামূল্যে জিওহটস্টার (JioHotstar) সাবস্ক্রিপশন পাওয়া যাবে। শুধু তাই নয়, তার সঙ্গে রয়েছে বাড়তি সুবিধা। এই প্ল্যানে ব্রডব্যান্ড সুবিধাও অন্তর্ভুক্ত। দেরি না করে চলুন প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এই প্ল্যান জিও আনলিমিটেড অফারের (Jio Unlimited Offer) অংশ।

READ MORE:  ১০১ টাকায় ১০০ জিবি ইন্টারনেট ডেটা, Jio -র এই তিন সেরা প্ল্যান সম্পর্কে জানেন তো?

জিও আনলিমিটেড অফার

জিও আনলিমিটেড অফারে 4K রেজোলিউশনে ৯০ দিন বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যাবে। ব্যবহারকারীরা ক্রিকেট মরশুমের প্রতিটি ম্যাচ টিভি বা মোবাইলে উন্নত 4K রেজোলিউশনে উপভোগ করতে পারবেন, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে।

এর সঙ্গে ৫০ দিনের বিনামূল্যে জিওফাইবার/এয়ারফাইবার ট্রায়াল পাওয়া যাবে। গ্রাহকরা জিওফাইবার বা জিওয়াইরফাইবার এর সাথে অতি দ্রুত ইন্টারনেটের অভিজ্ঞতা নিতে পারবেন। এই ব্রডব্যান্ড প্ল্যানের অধীনে যে সকল সুবিধাগুলি রয়েছে : ৮০০টির বেশি টিভি চ্যানেল, ১১টির বেশি OTT অ্যাপ, আনলিমিটেড ওয়াইফাই সংযোগ এবং ৪কে ক্রিকেট ভিউয়িং।

READ MORE:  ৪ মাসের রিচার্জে ৩ মাস ফ্রি, হাইস্পিড ইন্টারনেট সহ ফ্রি ইনস্টলের সুবিধা

অফারটি সীমিত সময়ের জন্য

এই অফার সীমিত সময়ের জন্য উপলব্ধ থাকবে। ১৭ মার্চ থেকে ৩১ মার্চের এই সুযোগের লাভ তুলতে পারবেন। এর জন্য জিও সিম ব্যবহারকারীদের ২৯৯ টাকা বা তার বেশি দামের প্ল্যান দিয়ে রিচার্জ করতে হবে। নতুন জিও গ্রাহকদের একটি জিও সিম কিনতে হবে এবং ২৯৯ টাকা বা তার বেশি প্ল্যান সক্রিয় করতে হবে।

READ MORE:  রিচার্জ এক ফায়দা অনেক, Jio-র এই দুই প্ল্যানে একাধিক OTT সাবস্ক্রিপশন সম্পূর্ণ ফ্রিতে

আর ১৭ মার্চের আগে যারা রিচার্জ করেছেন, তাদের অফারটি সক্রিয় করার জন্য ১০০ টাকার অ্যাড-অন প্যাক বেছে নিতে হবে। তবে, জিওহটস্টার সাবস্ক্রিপশন ২২ মার্চ থেকেই শুরু হবে। সক্রিয় থাকবে আগামী ৯০ দিন।

Scroll to Top